কোয়ার্টারে ইতালি ও স্পেন
- ক্রীড়া ডেস্ক
- ২৬ জুন ২০২৪, ০০:০৫
ইউরো চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচ। ইতালি ও ক্রোয়েশিয়ার এই ম্যাচে হয়েছে রেকর্ড। এক রেকর্ড গড়ে দলকে জিতিয়েছেন ইতালির গোলরক্ষক দোনারুম্মা। তিনি রুখে দেন ক্রোয়েশিয়ার লুকা মদরিচের পেনাল্টি। এ নিয়ে ইউরোতে চারটি পেনাল্টি আটকালেন দোনারুম্মা। এই পেনাল্টির পর ৫৫মিনিটে দোনারুম্মাকে পরাস্ত করেন মদরিচ। এই গোলের মাধ্যমে ইউরোতে সবচেয়ে বেশি বয়সে গোল করার কৃতিত্ব এই মিডফিল্ডারের। তবে শেষ পর্যন্ত এই ক্রোয়েটের রেকর্ডটা ম্লান হয়ে গেছে ৯৮ মিনিটে ইতালির মাতিয়া জাকাজনির গোল। ইনজুরি টাইমের একেবারে শেষ সময়ে তার করা এই সমতা সূচক গোলেই কোয়ার্টার ফাইনালে চলে গেছে ইতালি। আর সেই গোলই আসর থেকে ছিটকে ফেলেছে বলকান অঞ্চলের দেশকে। পরশু রাতে গ্রুপের অপর ম্যাচে আলবেনিয়ার সব চেষ্টা ব্যর্থ করে ১-০তে ম্যাচ জিতে নক আউটে উঠেছে স্পেন। ৯ পয়েন্টে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন। ৪ পয়েন্টে রানার্সআপ ইতালি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা