০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

জয়েই শুরু উরুগুয়ে ও যুক্তরাষ্ট্রের

উরুগুয়ের ফুটবলারদের গোলের আনন্দ : ইন্টারনেট -

কোপা আমেরিকায় জয় দিয়ে শুরু করেছে উরুগুয়ে। গ্রুপ-সি’র ম্যাচে পানামাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে যৌথভাবে রেকর্ড ১৫বার শিরোপা জয়ীরা। বড় জয়ে প্রতিপক্ষ দলগুলোকে সতর্কবার্তাও দিয়েছে, ফেবারিটের তালিকায় উরুগুয়েও। দিনের প্রথম ম্যাচে একই গ্রুপে বলিভিয়ার বিপক্ষে ২-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে দারুণভাবে টুর্নামেন্টের সূচনা করেছে মার্সেলো বিয়েসলার উরুগুয়ে। প্রতিপক্ষ পানামাকে তারা দাঁড়াতেই দেয়নি। ৫৫ শতাংশ বল পজিশনে রেখে পানামার গোলপোস্টের উদ্দেশ্যে শট নেয় ২০টি। যার মধ্যে লক্ষ্যে ৭টি শটের তিনটিই স্পর্শ করে জালে। অপর দিকে ১০ শটের তিনটি লক্ষ্যে রেখে একবার জালের দেখা পায় পানামা। ম্যাচ শুরুর ১৬ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো দারুণ এক গোলে এগিয়ে দেন উরুগুয়েকে। পানামার গোলরক্ষক ওরল্যান্ডো মসকুয়েরা নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন। নাহলে পরাজয়ের ব্যবধান আরো বাড়তে পারতো। উরুগুইয়ান তারকা স্ট্রাইকার ডারউইন নুনেজকে বেশ কয়েকবার প্রতিহত করে দলকে রক্ষা করেছেন ওরল্যান্ডো। ২৯ মিনিটে ফেডেরিকো ভালভার্দের লো ক্রসে লিভারপুলের স্ট্র্াইকার নুনেজকে দারুণ এক সেভে গোল করতে দেননি পানামার গোলরক্ষক।
বিরতির পর অবশ্য ম্যাচের চিত্র পাল্টে যায়। উরুগুয়েকে কিছুটা পরিশ্রান্ত মনে হয়েছে, এই সুযোগে পানামা আক্রমণের ধার বাড়ায়। কিন্তু স্ট্রাইকারদের ভুলে কাক্সিক্ষত গোলের দেখা পায়নি। ৮৫ মিনিটে দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন নুনেজ। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে নিকোলাস ডি লা ক্রুজের ফ্রি-কিক থেকে মাটিয়াস ভিনার নিখুঁত হেডে বড় জয় পায় উরুগুয়ে। অবশ্য যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পানামার হয়ে একটি গোল শোধ করেন মিচেল আমির মোরিলো।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় গতকাল ভোর ৪টায় ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ক্রিস্টিয়ান পুলিসিক শুরুতেই যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়িয়েছেন ফোলারিন বালুগুন। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে বলিভিয়াকে চেপে ধরে যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবশেষ ৩১ ম্যাচে কেবল এক জয় পাওয়া বলিভিয়া পিছিয়ে পড়তে পারত ২০ সেকেন্ডেই! বালুগুনের ব্যর্থতায় সেবার বেঁচে যায় দলটি।
অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। তৃতীয় মিনিটে ডি বক্সের মাথা থেকে দর্শনীয় এক গোল করে দলকে এগিয়ে নেন পুলিসিক। ৬৯ ম্যাচে এটি তার ৩০তম গোল। ২০১৬ সালে বলিভিয়ার বিপক্ষেই নিজের প্রথম গোল করেছিলেন তিনি। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র। পুলিসিকের কাছ থেকে বল পেয়ে জাতীয় দলের হয়ে ছয় ম্যাচের গোল খরা কাটান স্ট্রাইকার বালুগুন।
আগামী শুক্রবার আটলান্টায় পানামার বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। একই দিন নিউ জার্সিতে উরুগুয়ের মুখোমুখি হবে বলিভিয়া।


আরো সংবাদ



premium cement
আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ

সকল