১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৪৫ দেশকে হারিয়ে অনন্য কীর্তি নবির

-

টি-২০ ক্রিকেটে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান। ইতিহাস রচনা করা জয়ে সেমিফাইনালের পথেও অনেকটা এগিয়ে রশিদ খান-মোহাম্মদ নবিরা। বাংলাদেশের বিপক্ষে আজ জয় ও কিছু সমীকরণ মেলাতে পারলেই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার সুযোগ পাবে যুদ্ধবিধ্বস্ত দেশটি। এমন হাতছানির আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে ৪৫টি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে জয়ের অনন্য এক নজির গড়েছেন আফগান স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নবি।
যদিও এই ৪৫টি ম্যাচের সবগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি নেই। ২০০৯ সাল থেকে আইসিসি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেললেও আফগানদের হয়ে নবির পথ চলা শুরু ২০০৪ সালে। ফলে এসিসি ট্রফি, এসিসি টি-২০ কাপ, বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডসহ কয়েকটি টুর্নামেন্টে নবি এমন কিছু ম্যাচ খেলে জয়ী হয়েছেন, যেগুলো বিশ্ব ক্রিকেটে পরিচিত নাম নয়। আফগানিস্তান ও নবী এখন পর্যন্ত বেশ কিছু টেস্ট খেলুড়ে দেশকে হারানোর গৌরব অর্জন করতে পারলেও ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ফরম্যাটে জিততে পারেনি।
মোহাম্মদ নবি যে ৪৫ দেশের বিপক্ষে জয় পেয়েছেন : বাহরাইন, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ইরান, থাইল্যান্ড, নেপাল, আরব আমিরাত, জাপান, বাহামাস, বতসোয়ানা, জার্সি, ফিজি, তানজানিয়া, ইতালি, হংকং, আর্জেন্টিনা, পাপুয়া নিউগিনি, কেম্যান আইসল্যান্ড, ওমান, ডেনমার্ক, বারমুডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, চীন, নামিবিয়া, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্র, কেনিয়া, পাকিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভুটান, মালদ্বীপ, বার্বাডোজ, উগান্ডা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও সবশেষ অস্ট্রেলিয়া।


আরো সংবাদ



premium cement