হকিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের বরণ
- ক্রীড়া প্রতিবেদক
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
আষাঢ়ে দুপুর। রৌদ্রের খরতাপ। এর মধ্যেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে করে হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন এএইচএফ কাপে চ্যাম্পিয়ন ছেলে ও রানার্স-আপ মেয়ে দল। ছেলেদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি থাকলেও মেয়েদের গলায় ছিল রানার্স-আপের মেডেল। বিমানবন্দরেই দেশের মুখ উজ্জ্বল করা এই ছেলেমেয়েদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি মিষ্টিমুখ করান বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নতুন সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।
দায়িত্ব নেয়ার পরই এমন সাফল্যকে প্রেরণা হিসেবেই দেখছেন বিমানবাহিনী প্রধান, ‘আমার জন্য এই ট্রফি অনেকটা উপহারের মতোই। ভবিষ্যতে হকিকে যেন এগিয়ে নিতে পারি, এই পাওয়া আমাকে উদ্বুদ্ধ করেছে। ভবিষ্যতে হকির উন্নয়নে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা থাকবে- এরাই আমাদের ভবিষ্যৎ। এদের অনেকেই সিনিয়র দলে খেলবে। তাদের আরো উন্নত অনুশীলন ও ম্যাচের ব্যবস্থা করব।’
এবারের টুর্নামেন্টে বড় প্রাপ্তি মেয়েদের জুনিয়র এশিয়া কাপ খেলার সুযোগ। দলটির ম্যানেজার ও ফেডারেশনের সদস্য তারিকুজ্জামান নান্নু বলেন, ‘মেয়েরা যেন নিয়মিত টুর্নামেন্ট খেলতে পারে ও অনুশীলনের মধ্যে থাকতে পারে সে ব্যবস্থাই সভাপতি করবেন বলে জানিয়েছেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা