১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা

-

কোপা আমেরিকার প্রথম ম্যাচ আগামীকাল মাঠে নামছে ব্রাজিল। সোফি স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’র ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা। বাংলাদেশ সময় সকাল ৭টায় হবে দুই দলের লড়াই। মূল পর্ব শুরুর আগে শেষ প্রীতিম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে ১-১ গোলে ড্র করেছে সেলেকাওরা। অন্য দিকে চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গ্রানাডাকে ৩-০ গোলে পরাজিত করে লস টিকোসরা। তবে যে কোনো ধরনের বড় প্রতিযোগিতায় জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামে ব্রাজিল। ল্যাটিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা পুনরুদ্ধাদের অভিযানে এই ম্যাচে স্পষ্টতই ফেবারিট দরিভাল জুনিয়রের দল।
এই টুর্নামেন্টে আগের দু’টিতে ফাইনালে উঠেছিল ব্রাজিল। এর আগে ১৯৮৭ সালের পর ২০১৬ যুক্তরাষ্ট্রের আসরে প্রথমবারের মতো গ্রুপ পর্বের বাইরে যেতে ব্যর্থ হয়েছিল ব্রাজিল। ২০১৯ সালে পেরুকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল সেলেকাওরা। পরের আসরে ২০২১ সালে নিজেদের মাঠে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে মারাকানায় হেরে ট্রফি হারায় নেইমাররা। এবার তাদের সামনে শিরোপা পুনরুদ্ধারের লড়াই।
২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি প্রীতিম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল ব্রাজিল। এরপর সেলেকাও এক যুগেরও বেশি সময় ধরে কনকাকাফ প্রতিপক্ষের বিরুদ্ধে একটি ম্যাচ হারেনি। আর টানা চতুর্থ বিশ্বকাপে অংশ নেয়ার জন্য লস টিকোসরা তাদের প্রথম দু’টি ম্যাচ ৭-০ স্কোরে জিতেছে। কোস্টারিকা তাদের আগের ছয়টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে চারটিতে জয় ও মাত্র একটি ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরেছে। আর শেষ তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচের কোনোটিতেই হার মানেনি। পেরুতে ২০০৪ সালের কোপা আমেরিকার পর থেকে কোস্টারিকানরা এই প্রতিযোগিতার গ্রুপ পর্বের বাইরে জায়গা করে নিতে পারেনি।
ব্রাজিল স্কোয়াড থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এডারসন, ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরো, ব্রাজিলের হয়ে রেকর্ড গোলদাতা নেইমার ও রিচার্লিসন। এডারসনের অনুপস্থিতিতে গোলপোস্ট সামলাবেন অ্যালিসন। মার্কুইনহাস তাদের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়, যার ৮৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা। দ্বিতীয় সর্বোচ্চ ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের লুকাস পাকেটা জাতীয় দলের হয়ে ৪৬টি ম্যাচ খেলেছেন। আক্রমণভাগে রদ্রিগোর সাথে রয়েছেন তরুণ এন্ড্রিক ও ভিনিসিয়াস জুনিয়র।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল