০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

অসিদের বিপক্ষে ভিন্ন প্রতিশোধ আফগানদের

-

মাঠের বাইরে ২০২১ সাল থেকে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের মধ্যে ভিন্ন এক লড়াই চলছে। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবানরা। এরপর নারীদের খেলাধুলা, মেয়েদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়াও বন্ধ করে দেয়। নারীদের খেলাধুলা নিষিদ্ধ করায় ২০২১ সালের নভেম্বরে হোবার্টে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপর ২০২৩ সালের মার্চে আরব আমিরাতে দুই দলের নির্ধারিত ওয়ানডে সিরিজ খেলতেও অস্বীকৃতি জানায় সিএ।
টেস্ট ও ওয়ানডেতে সিরিজের পর এ বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজও স্থগিত করে সিএ। কারন হিসেবে তারা জানিয়েছিল, আফগানিস্তানে তালেবান শাসকগোষ্ঠী নারীর অধিকার রক্ষা করছে না। নারী ও কন্যা শিশুদের আর্থসামাজিক অবস্থার অবনতি হচ্ছে তালেবান-শাসিত আফগানিস্তানে। তাই মাঠের বাইরে এসব স্মৃৃতিকে সাথে নিয়েই বিশ^কাপের মঞ্চে মনস্তাত্ত্বিক লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান।

সেমিফাইনালের পথে এগিয়ে যাবার লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এ দিকে প্রথম ম্যাচে হারের তেঁতো স্বাদ নেয়া আফগানিস্তান অসিদের হারানোই প্রধান লক্ষ্য। আগামীকাল রোববার সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে মাঠে নামবে উভয় দল। ২০২২ সালে টি-২০ বিশ^কাপে প্রথমবারের মতো এ ফরম্যাটে মুখোমুখি হয়েছিলো দু’দল। ম্যাচটি ৪ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
গতকাল সকালে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানের জয় দিয়ে বিশ^কাপের সুপার এইট পর্ব শুরু করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ের পর বোলারদের পারফরমেন্সের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ‘সত্যি অসাধারণ বোলিং পারফরমেন্স করেছে বোলাররা। ছেলেরা পুরো ম্যাচেই ভালো খেলেছে। আশা করি, নিজেদের সেরা পারফরমেন্স অব্যাহত রেখে আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।’
এ দিকে ভারতের কাছে ৪৭ রানের হার দিয়ে সুপার এইট পর্ব শুরু করে আফগানিস্তান। ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটি জিততে পারেনি আফগানরা। হারের জন্য ব্যাটিংয়ে বাজে পারফরমেন্সকে কাঠগড়ায় তুলেছেন আফগাান অধিনায়ক রশিদ খান। ‘প্রথম ম্যাচে আমাদের বোলিং ভালো হয়েছে। কিন্তু ব্যাটারদের কাছ থেকে সেরা পারফরম্যান্স আসেনি। জুটি গড়ার জন্য ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচের ভুলগুলো দল কাটিয়ে উঠবে বলে আশা করছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য ছেলেরা সেরা পারফরমেন্স দিতে মুখিয়ে আছে।’


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল