হ্যাটট্রিক ও মাহমুদুল্লাহ
- ক্রীড়া প্রতিবেদক
- ২২ জুন ২০২৪, ০২:৫২
বড় মঞ্চে বাংলাদেশের হয়ে বহুবার হাল ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। নামের পাশে আছে অনেক কীর্তি। তাই ভক্তদের প্রশংসার পাত্রও হয়েছেন। কিন্তু এবার এমন কীর্তির সাথে নাম জড়িয়েছেন, যা ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। এ নিয়ে মোট ছয়বার বোলারের হ্যাটট্রিকের অংশ হলেন তিনি। ক্রিকেটের তিন সংস্করণেই মাহমুদুল্লাহ সবচেয়ে বেশিবার হ্যাটট্রিকের অংশ হয়েছেন।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ১৮তম ওভারের শেষ দুই বল ও ২০তম ওভারের প্রথম বলে উইকেট নেন কামিন্স, যা এবার টি-২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক।
কামিন্সের টানা তিন বলে উইকেট নেয়ার পথে প্রথম শিকার মাহমুদুল্লাহ। ১৮তম ওভারের পঞ্চম বলে কামিন্সের অফ স্টাম্পের বাইরের খাটো লেংথের ডেলিভারি পুল করতে গিয়ে বোল্ড হন। কামিন্সের পরের দু’টি বলে মাহেদি হাসান ও তৌহিদ হৃদয় আউট হন। আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ছয়বার হ্যাটট্রিকের অংশ হলেন মাহমুদুল্লাহ। টি-২০তে তিনবার, ওয়ানডেতে দু’বার ও টেস্টে একবার।
মাহমুদুল্লাহর এ দুর্ভাগ্যের শুরু ২০১৫ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। সে ম্যাচে হ্যাটট্রিক করা অভিষিক্ত প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার টানা তৃতীয় শিকার ছিলেন তিনি। ২০১৮ সালে শেরেবাংলাতেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার তুলে নেয়া হ্যাটট্রিকে শেষ উইকেটটি ছিলেন তিনি। ওয়ানডেতে দু’বার হ্যাটট্রিকের অংশ হওয়ার পর ২০২০ সালে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানি পেসার নাসিম শাহর হ্যাটট্রিকে শেষ উইকেটটি ছিলেন মাহমুদুল্লাহ।
টি-২০তে ২০২১ সালে শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তৃতীয় ম্যাচে ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস। এর মধ্যে প্রথম উইকেটটি ছিল মাহমুদুল্লাহর। এ বছর দু’বার হ্যাটট্রিকের অংশ হয়েছেন তিনি। গত মার্চে সিলেটে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারা। গতকাল ষষ্ঠবারের মতো হ্যাটট্রিকের অংশ হলেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে আর কোনো ব্যাটসম্যান তিনবারের বেশি হ্যাটট্রিকের অংশ হননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা