২৬ অক্টোবর থেকে খেলা বসুন্ধরা কিংসের
- ক্রীড়া প্রতিবেদক
- ২১ জুন ২০২৪, ০১:৩০
এএফসিতে বসুন্ধরা কিংসের র্যাংকিং ১৫। র্যাংকিং ভালো হওয়ায় প্রথম এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে খেলতে হচ্ছে না বসুন্ধরা কিংসকে। তবে ভুটান, নেপাল ও আফগানিস্তানের ক্লাবকে এই পর্ব ডিঙ্গিয়ে আসতে হবে। বাংলাদেশী ক্লাবটির গ্রুপ পর্ব শুরু হবে ২৬ অক্টোবর। শেষ হবে ২ নভেম্বর। সেন্ট্রালাইজড ভেনুতে হবে এই খেলা। ১৩ আগস্ট নক আউট বা সিঙ্গেল প্লে-অফ ম্যাচের পর ১৮ দল অংশ নিবে গ্রুপ পর্বে। বসুন্ধরা কিংস পড়েছে এএফসির পশ্চিম জোনে। এখানে ১২টি দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে। পূর্ব জোনে ৮ দলের দুই গ্রুপ। ওয়েস্ট জোন থেকে তিন গ্রুপ চ্যাম্পিয়ন এবং দুই বেস্ট রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ইস্ট জোনের তিন দল উঠবে নক আউটে। মার্চের ৫ ও ৬ তারিখ এবং ১২ ও ১৩ তারিখ দুই লেগের কোয়ার্টার ফাইনাল এবং ৯-১০ ও ১৬-১৭ এপ্রিলে দুই লেগের সেমিফাইনাল শেষে ১০ম মে ফাইনাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা