১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জার্মানির কাছে পাত্তায় পেল না স্কটল্যান্ড

গোলের আনন্দে ভাসছেন জার্মান ফুটবলাররা : ইন্টারনেট -

ইউরো ২০২৪ আসরের উদ্বোধনী ম্যাচেই গোল উৎসবে অভিযান শুরু করে অসাধারণ কিছুর বার্তা দিয়ে রাখল তিনবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানি। স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দুর্দান্ত জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পথচলা শুরু করল আসরের স্বাগতিকরা। ম্যাচের ছয় গোলের ছয়টিই করেন জার্মান ফুটবলাররা। অবশ্য আত্মঘাতী একটি গোলের সুবাদে স্কোরলাইনে ১ উঠে স্কটল্যান্ডের। হাঙ্গেরিকে গতকাল ৩-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।
মিউনিখের মাঠ আলিয়াঞ্জ এরিনায় গতকাল ম্যাচ শুরুর প্রথম ২০ মিনিটেই দুই বারই স্কটিশদের জালে বল জড়াল জার্মানি। বল পজিশনে ৭৩ শতাংশ এগিয়ে থাকা স্বাগতিকদের হয়ে ম্যাচের ১০ মিনিটে প্রথম জালের দেখা পান ফ্লোরিয়ান উইজড। শুরু থেকেই স্কটিশ শিবিরে আক্রমণের পসরা তুলল স্বাগতিকরা। এমন দাপুটে ও আক্রমণাত্মক ফুটবলের কোনো জবাবই যেন জানা ছিল না স্কটল্যান্ডের। ১৯ মিনিটে ব্যবধান ২-০ করেন জামাল মুসিয়ালা। বিরতির আগে হলো আরো একটি গোল। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে পেনাল্টি থেকে এবারের গোলদাতা কাই হাভার্টেজ। অবশ্য এর আগে ১০ জনের দলে পরিণত হলো স্কটল্যান্ড।
৪২ মিনিটে ইলকায় গুন্দোগানের দারুণ হেড গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলে পরমুহূর্তের দ্বিতীয় প্রচেষ্টায় শট নিতে গেলে তাকে বিপজ্জনক ফাউল করে বসেন রায়ান পোটিয়াস। ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি ও ওয়াটফোর্ডের এই ডিফেন্ডারকে দেখান লাল কার্ড। আর সোজাসুজি নেয়া স্পট কিকে দলকে জয়ের পথে আরো এগিয়ে নেন হাভার্টজ। ১৯৮৪ সালে ফ্রান্সের পর, প্রথম দল হিসেবে ইউরোর গ্রুপ পর্বের কোনো ম্যাচে প্রথমার্ধে তিন গোল করল জার্মানি।
দ্বিতীয়ার্ধেও একই রকম চাপ ধরে রেখে খেলতে থাকে জার্মানরা। ৫০ মিনিটে আন্টোনিও রুডিগারের দূর থেকে নেয়া শট কর্নারের বিনিময়ে গোলরক্ষক আঙ্গুস গুন ঠেকালেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৬৮ মিনিটে নিকোলাস ফুলক্রুগ ডি-বক্সে বল পেয়ে বুলট গতির শটে স্কোরলাইন ৪-০ করেন। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্কটিশদের জালে শেষ পেরেক ঠুকেন এমরে ক্যান। অবশ্য এর আগে ম্যাচের ৮৭ মিনিটে অ্যান্তনিও রুডিগারের আত্মঘাতী গোলে স্কোরলাইন ৪-১ করেছিল স্কটল্যান্ড।
সবশেষ বড় তিন টুর্নামেন্টে হতাশায় মোড়া ছিল জার্মানির। প্রতিবারই প্রথম ম্যাচ হেরেছিল। গত দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার মধ্যে গত ইউরোয় কোনোমতে গ্রুপের বৈতরণী পার হলেও আটকে যায় শেষ ষোলোয়। সেই বৃত্ত ভেঙে এবার অসাধারণ শুরু পেল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার হাঙ্গেরির মুখোমুখি হবে নাগেলসমানের দল।


আরো সংবাদ



premium cement
ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ মেসির মতো অনন্য উচ্চতায় পৌঁছানো অসম্ভব না : ইয়ামাল রোববার তাপমাত্রা বাড়তে পারে শুল্কমুক্ত সুবিধায় ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল দুই ব্রাজিলিয়ানের জাদুতে বড় জয়ে ঘুরে দাঁড়াল কিংস

সকল