১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সংক্ষিপ্ত সংবাদ

-

মুজিবের জায়গা আফগান দলে জাজাই
ক্রীড়া ডেস্ক
চলমান টি-২০ বিশ্বকাপে এক ম্যাচ খেলেই ছিটকে গেলেন আফগানিস্তানের অফ স্পিন বোলার মুজিব উর রহমান। ডান হাতের তর্জনী মচকে যাওয়ায় চলতি আসরে আর মাঠে নামতে পারবেন না তিনি। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে ওপেনিং ব্যাটার হজরতউল্লাহ জাজাইকে। আনুষ্ঠানিক বিবৃতিতে গত পরশু এই পরিবর্তনের অনুমোদন দেয়ার কথা জানিয়েছে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি।
গত ৩ জুন উগান্ডার বিপক্ষে আফগানিস্তানের প্রথম ম্যাচ খেলেন মুজিব। সেদিন ১৬ রানে এক উইকেট নেন ২৩ বছর বয়সী এই স্পিনার। এরপর আঙুলের চোটে বাইরে বসেই কাটান পরের দুই ম্যাচ। চোটের অবস্থার অগ্রগতি না থাকায় শেষ পর্যন্ত আর মাঠে ফেরা হলো না মুজিবের। তার পরিবর্তে বাঁ হাতি ওপেনার জাজাইকে বেছে নিলো আফগানরা। ফলে ব্যাটিংয়ে শক্তি বাড়ল এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করা দলটির।


ভুটানের চেয়েও পিছিয়ে বাংলাদেশের ক্লাব
ক্রীড়া প্রতিবেদক
২০১৬ সালে এশিয়ার কাপের বাছাই প্লে-অফে ভুটানের কাছে হেরেছিল বাংলাদেশ। এরপর এই পাহাড়ি দেশটি ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে পেলে। গত বছর সাফ ফুটবলে ভুটানের বিপক্ষে জয়ের পরই মূলত লাল-সবুজরা ফের টপকাই এই দেশটিকে। যদিও ওই একবার ছাড়া আর কখনোই সিনিয়র জাতীয় দলে ভুটান বাংলাদেশকে হারাতে পারেনি। জাতীয় দলের মতো ক্লাব ফুটবলেও বাংলাদেশের চেয়ে যোজন যোজন দূরে অবস্থান ভুটানের। কিন্তু বিস্ময়ের জন্ম দিয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগের ক্লাব লাইসেন্সিংয়ে। এবার নতুন প্রবর্তিত চ্যালেঞ্জ লিগের জন্য এএফসি যে শর্ত দেয় ক্লাব লিগের জন্য তাতে বাংলাদেশ থেকে শুধু বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীই লাইসেন্স পেয়েছে। বাংলাদেশের দুই ক্লাব লাইসেন্স পেলেও ভুটানের চারটি ক্লাব লাইসেন্স পেয়েছে। এ গুলো হলো পারো এফসি, থিম্পু সিটি এফসি, ট্রান্সপোর্ট ইউনাইটেড এফসি ও উগেন অ্যাকাডেমি এফসি। আগে এএফসির আসরে খেলা বাংলাদেশের মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব ক্লাব লাইসেন্সই পায় না। এতেই বোঝা যায় কতটা অপেশাদার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

 

রিকার্ভ দলগততে বাংলাদেশের বিদায়
ক্রীড়া প্রতিবেদক
প্যারিস অলিস্পিক গেমসে খেলতে ওয়াইল্ড কার্ডই একমাত্র ভরসা বাংলাদেশের আরচারদের। সেই টিকিট পেতে রোমান সানাকে ছাড়াই তুরস্কে গেল বাংলাদেশ। এক সাথে দু’টি টুর্নামেন্টে লড়তে হবে লাল-সবুজের আরচারদের। বিশ্ব ওয়ার্ল্ড কোটা ও আরচারি বিশ্বকাপ স্টেজ-৩ টুর্নামেন্ট। গত বৃহস্পতিবার ঢাকা ছেড়ে তুরস্কে পৌঁছেছে সাত সদস্যের আরচারি দল। আনতালিয়াগামী আরচাররা হলেন- হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম, রামকৃষ্ণ সাহা, দিয়া সিদ্দিকী ও সীমা আক্তার শিমু। এ ছাড়া দলের সাথে গেছেন প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক ও ম্যানেজার কামরুল ইসলাম।
গতকাল রিকার্ভ দলগততে বাংলাদেশ অবশ্য সেমিতে উঠতে পারেনি। ১/৮ এর ম্যাচে বেলজিয়ামকে ৫-১ সেটে হারালেও কোয়ার্টারে চাইনিজ তাইপের কাছে ২-৬ সেটে হেরে ছিটকে পড়ে।

 

নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
ফ্লোরিডায় গত পরশু টি-২০ বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ ছিল আয়ারল্যান্ডের। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত হয়ে যায় যুক্তরাষ্ট্রের। ম্যাচের আগে বৃষ্টি হওয়ায়, নির্ধারিত সময় টস করতে নামতে পারেনি দু’দল। পরে বৃষ্টি কমলেও মাঠ খেলার অনুপযোগী হয়ে ওঠে।
কয়েক দফা মাঠ পরিদর্শনের পর বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন তিন আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ, অস্ট্রেলিয়ার রড টাকার, ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো ও ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। এতেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে গত আসরের রানার্স-আপ পাকিস্তানের।
‘এ’ গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। আর ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় যুক্তরাষ্ট্র। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলেও সুপার এইট নিশ্চিত করা ভারত ও যুক্তরাষ্ট্রর পয়েন্টকে টপকাতে পারবে না বাবর আজমরা। ফলে নিয়ম রক্ষা ও নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় আজ রাত ৮.৩০ মিনিটে ম্যাচটি হবে ফ্লোরিডায়।

 

এশিয়ান গোজোরিওতে বাংলাদেশের ছয় পদক
ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান গোজোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণসহ ছয়টি পদক জিতেছে বাংলাদেশ। সম্প্রতি ভারতের পুনেতে ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত আসরে তিনটি স্বর্ণের পাশাপাশি দু’টি রুপা ও একটি ব্রোঞ্জ জেতে টুর্নামেন্টে তৃতীয় হন লাল-সবুজের কারাতেকারা।
পদকজয়ী কারাতেকারা হলেন- শাহিদা আক্তার, আনোয়ার হোসেন, নেয়ামত হোসেন, মিথিলা আফরোজ, সানজিদা আক্তার ও ফাইকা হোসেন। এ প্রতিযোগিতায় ভারত চ্যাম্পিয়ন ও নেপাল রানার্সআপ হয়। টুর্নামেন্টে কাজাখস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ ও স্বাগতিক ভারত অংশ নেয়।

 

ঈদুল আজহার ছুটিতে ইউরোর সূচি
ক্রীড়া ডেস্ক
ইউরোর তৃতীয় দিনে আজ রাত ১টায় মাঠে নামছে শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ সার্বিয়া। আগামীকাল সন্ধ্যা ৭টায় ইউক্রেনের বিপক্ষে খেলবে রোমানিয়া। রাত ১০টায় বেলজিয়াম মোকাবেলা করবে সেøাভাকিয়াকে।
কিলিয়ান এমবাপ্পের দল ফ্রান্সের প্রতিপক্ষ আগামীকাল রাত ১টায় অস্ট্রিয়া। ১৮ জুন রাত ১০টায় জর্জিয়ার মুখোমুখি হবে তুর্কি। এ দিন রাত ১টায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগালের বিপক্ষে খেলবে চেক রিপাবলিক। ১৯ জুন সন্ধ্যা ৭টায় আলবেনিয়ার প্রতিপক্ষ লুকা মডরিচের ক্রোয়েশিয়া। রাত ১০টায় হাঙ্গেরির সামনে ইউরোর স্বাগতিক জার্মানি। স্বাগতিকদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাঁচ গোল হজম করা স্কটল্যান্ড ১৯ জুন রাত ১টায় মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।

২৬ বছর বয়সে মৃত্যু
ক্রীড়া ডেস্ক
২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়াল ও মন্টেনেগ্রো জাতীয় দলের গোলরক্ষক মাতিজা সার্কিক। বেলজিয়ামের বিপক্ষে গত বুধবার সবশেষ ম্যাচ খেলেন তিনি। মন্টেনেগ্রো ওই ম্যাচে ২-০ গোলে হারলেও ৯টি শট ঠেকিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সার্কিক।


আরো সংবাদ



premium cement
আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি

সকল