আস্থার প্রতিদান দিচ্ছেন রিশাদ
- ক্রীড়া প্রতিবেদক
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
বাংলাদেশ দলে লেগ স্পিনার ছিলই না লম্বা সময়। মাঝে যুবায়ের লিখন, আমিনুল বিপ্লবকে দিয়ে চেষ্টা করানো হলেও তারা সফল হননি। শেষ পর্যন্ত দীর্ঘদেহী রিশাদ হোসেনে আস্থা রাখেন নির্বাচকরা। এই রিশাদ এখন টাইগারদের বোলিং অ্যাটাকের নির্ভরযোগ্য সদস্য। এবারের টি-২০ বিশ্বকাপে প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছেন। পরশুতো তার লেগ স্পিনই নাজমুল হোসেন শান্তদের গুরুত্বপূর্ণ জয় এনে দেয় নেদারল্যান্ডসের বিপক্ষে।
চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রানে ৩ উইকেট নেন রিশাদ। এরপর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটু বেশি রান দিয়ে ১ উইকেট নেন। এ জন্য তাকে দিতে হয়েছে ৩২ রান। পরশু রাতে সেন্ট ভিনসেন্টের মাঠে আরো বেশি রান দেন তিনি। তবে ৪ ওভারে রিশাদের ৩৩ রানের পরও ৩ উইকেটই টাইগারদের জয় নিশ্চিত করে।
১৫ ও ১৭তম ওভারে তার করা চার বলে নেই ডাচদের তিন উইকেট। ১৪.৪ ওভারে ডাচদের হয়ে সর্বোচ্চ রান করা সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখটকে (৩৩) তাসকিনের হাতে বন্দী করান তিনি। এরপর ১৪.৬ ওভারে ভাস ডি লিড ও ১৭.১ ওভারে লোগান ভ্যান বিককে আউট করেন তিনি। দুই জনই হার্ড হিটার ব্যাটার।
অধিনায়ক শান্ত যখন বল তুলে দেন রিশাদের হাতে, তখন উৎসাহ দিয়ে বলেন তুই পারবি। ক্যাপ্টেনের সেই আস্থার প্রতিদানই দিয়েছেন এই লেগি। মূলত: রিশাদই ম্যাচের চেহারা পাল্টে দেন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও বললেন, রিশাদই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তামিম ইএসপিএনকে বলেন, রিশাদ তার তৃতীয় ওভারেই ম্যাচের চেহারা পাল্টে দিয়েছে। ততক্ষণ পর্যন্ত দুই দলই সমান তালে লড়ছিল। সেটা এক অবিশ্বাস্য ওভার।
ম্যাচ শেষে মিক্সড জোনে রিশাদ বলেন, ‘সব জয়ের মধ্যেই ভালো লাগা কাজ করে। অবদান রাখতে পেরে ভালো লাগছে। সবার শরীরী ভাষা, সবার যে চেষ্টা ছিল, সেটা অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ চেষ্টা করব আরো কিভাবে উন্নতি করা যায়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। ভেবেছি, এখান থেকে একটা-দুইটা উইকেট নিলে খেলাটা আবার আমাদের দিকে চলে আসবে। আমি এটা করার চেষ্টা করেছি।’
উইকেট নিয়ে বলেন, উইকেট ভালোই ছিল। আমরা চেষ্টা করেছি নিজেদের সামর্থ্য দিয়ে খেলার জন্য। মাঠে যারা ছিলাম, কখনোই মনে হয়নি হারার জন্য নেমেছি বা হেরে যাচ্ছি। সব সময় চিন্তা করেছি ফলাফল শেষ বলে দেখা যাবে। আমার মনে হয় ৫-১০ রান কম হয়েছে, তবে ঠিক আছে।’ যোগ করেন, ‘শান্ত ভাই আমাকে বলেছেন, তুই পারবি, চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা। যখনই বোলিংয়ে আসি, চিন্তা করি দলকে কী দেয়া যায়। উইকেট দিয়ে হোক কিংবা ডট বল দিয়ে হোক; চেষ্টা করেছি শুধু। বাকিটা আল্লাহ দিয়েছেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা