টিকে রইল ইংল্যান্ডের সম্ভাবনা
- ক্রীড়া ডেস্ক
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
বিশ্বকাপের চলমান আসরের প্রথম ম্যাচে ইংল্যান্ড ১০ ওভারে কোনো উইকেট নিতে পারেনি স্কটল্যান্ডের। বৃষ্টির কারণে সেই ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। তৃতীয় ম্যাচের আগেই শঙ্কা জাগে, গ্রুপ পর্ব থেকেই হয়তো বিদায় নিতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ওমানকে গতকাল হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইংলিশরা। একই মাঠে আজ রাত ১১টায় গ্রুপ পর্বে শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
তৃতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপে খেলতে আসা ওমানের ব্যাটিং লাইনআপকে গতকাল লণ্ডভণ্ড করে দেন ইংলিশ তিন বোলার আদিল রশিদ, মার্ক উড ও জোফরা আর্চার। ৪৭ রানে অলআউট। লক্ষ্য তাড়ায় ৩.১ ওভারে দুই উইকেট হারিয়ে ৫০ রান করে জস বাটলারের দল। আদিল চারটি, উড ও আর্চার নেন তিনটি করে উইকেট। আর ৮ উইকেটের জয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি রেকর্ড বইয়েও ঝড় তোলে ইংল্যান্ড। ২৪০ বলের ম্যাচ শেষ হয়ে যায় মাত্র ৯৯ বলে।
৪৮ রানের লক্ষ্য ১০১ বল বাকি থাকতেই টপকে যায় ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপে ১০০ বেশি বল বাকি রেখে জয়ের প্রথম ঘটনা এটি। ২০১৪ সালে নেদারল্যান্ডসকে ৩৯ রানে গুটিয়ে ৯০ বল বাকি থাকতে জিতেছিল শ্রীলঙ্কা। এছাড়া আন্তর্জাতিক টি-২০তেও পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বল বাকি রেখে জয়ের রেকর্ড এটি। সব মিলিয়ে যৌথভাবে নবম।
অ্যান্টিগায় রেকর্ড গড়া এই জয়ে নেট রান রেটে বিশাল লাফ দিয়েছে ইংল্যান্ড। ম্যাচের আগে থাকা -১.৮০০ নেট রান রেটকে বাড়িয়ে +৩.০৮১ করে ফেলেছে। তিন ম্যাচের সব ক’টি জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। সুপার এইট নিশ্চিত অসিদের। আর দুই জয় ও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা স্কটিশদের নেট রান রেট +২.১৬৪। যার সৌজন্যে এখন বলা যায়, সুপার এইটে খেলার সম্ভাবনাও অনেক বেশি ইংলিশদের।
সুপার এইটে খেলতে হলে নামিবিয়ার বিপক্ষে প্রথমে জিততে হবে ইংল্যান্ডকে। তারপর তাকিয়ে থাকতে হবে সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে হতে যাওয়া অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকে। যদি স্কটিশরা সেই ম্যাচে জয়ী কিংবা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়, সে ক্ষেত্রে সব আশায় গুড়েবালি হয়ে যাবে ইংল্যান্ডের। কারণ নেট রান রেটে এগিয়ে থাকলেও প্রথম হিসেব আসবে পয়েন্টের। সেই জায়গাতেই এগিয়ে যাবে স্কটল্যান্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা