নেপালের বিপক্ষে এগিয়ে প্রোটিয়ারা
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
শ্রীলঙ্কাকে ৭৭ রানে বেঁধে দিয়ে ছয় উইকেটের জয় তুলে নেয় সাউথ আফ্রিকা। পরের ম্যাচে নেদারল্যান্ডসে ১০৩ রানে আটকে দিয়ে চার উইকেটে জয়ী হয়। তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ১১৩ রানের টার্গেট দিয়ে রোমাঞ্চকর চার রানে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রপের শীর্ষে প্রোটিয়ারা। অপেক্ষাকৃত দুর্বল দল নেপালের বিপক্ষে আরমোস ভেল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল ভোর সাড়ে ৫টায়।
প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘শট ফরম্যাটে সবাই শক্তিশালী। নেপাল অনেক বাধা ডিঙিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে। শুধু নেপাল কেন? সব দলই শক্তিশালী। তবে আমরা পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই।’
এ দিকে নেপাল প্রথম ম্যাচে ডাচদের কাছে হেরেছে ছয় উইকেটে। দ্বিতীয় ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে খেলাই হয়নি বৃষ্টির কারণে। সেখান থেকে ১ পয়েন্ট সংগ্রহ দলটির। নেপাল দলের শক্তির জায়গা ধরা হয় লামিচানকে। যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেয়ায় আগের দু’টি ম্যাচ খেলতে পারেননি। আজ খেলার চান্স তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা