১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুপার এইটে অস্ট্রেলিয়া

ম্যাচসেরা অ্যাডাম জাম্পাকে উইকেট নেয়ার অভিনন্দন জানাচ্ছেন অপর অস্ট্রেলিয়ান ক্রিকেটার : ক্রিকইনফো -

নামিবিয়াকে গতকাল ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর এই জয়ে গ্রুপ ‘বি’তে সুপার এইট নিশ্চিত হয়ে গেল মিচের মার্শের দলের। স্পিনার অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে ৭২ রানেই অলআউট হয়েছিল আফ্রিকার দেশটি। ১২ রানে চার উইকেট নিয়ে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে আন্তর্জাতিক টি-২০তে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন জাম্পা। এরপর লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই তাণ্ডব চালিয়ে এক উইকেট হারিয়ে ৭৪ রান করে অস্ট্রেলিয়া।
চলমান আসরের তিন ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করল ২০২১ টি-২০ বিশ্বকাপ জয়ীরা। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নামিবিয়া। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্কটল্যান্ড। ইংল্যান্ড দুই ম্যাচে এক ও ওমান তিন ম্যাচ খেলে এখনো কোনো পয়েন্ট পায়নি।
ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার পেসারদের তোপে পড়ে নামিবিয়া। নবম ওভারে ২১ রানে পঞ্চম উইকেট হারায় তারা। পেসারদের তোপ সামলে উঠার আগেই স্পিনার জাম্পার ঘূর্ণিতে ১৭ ওভারে অলআউট হয় নামিবিয়া। যা কি না টি-২০তে সর্বনিম্ন স্কোর দলটির। ম্যাচসেরা জাম্পা চারটি, জস হ্যাজেলউড ও মার্কাস স্টয়নিস দুইটি করে উইকেট নেন।
৭৩ রানের সহজ টার্গেটে খেলতে নেমে প্রথম ১০ বলে ২১ রান তুলে বিচ্ছিন্ন হন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ৮ বলে ২০ রান করেন ফেরেন ওয়ার্নার। এরপর অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে ২৪ বলে অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে ৫.৪ ওভারেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন হেড। ৩৪ রানে হেড ও মার্শ ১৮ রান করেন।


আরো সংবাদ



premium cement