১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আফগানিস্তানের সামনে নিউগিনি

-

বিশ্বকাপের ২৯তম আফগানিস্তান একটি উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির। বাংলাদেশ সময় আগামীকাল ৬টা ৩০ মিনিটে ম্যাচটি হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমিতে। গ্রুপ ‘সি’-তে ইতোমধ্যে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আফগানিস্তান। বিপরীতে কোনো পয়েন্টের দেখা এখনো পায়নি অনভিজ্ঞ পাপুয়া নিউগিনি। তারা বর্তমানে টেবিলের সবচেয়ে নিচে অবস্থান করছে। চলমান টুর্নামেন্টে তাদের আশা বাঁচিয়ে রাখতে একটি জয় খুবই প্রয়োজন।
টি-২০ বিশ্বকাপ আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচে পিএনজির বিপক্ষে ম্যাচের আগে দু’টিতে অসাধারণ জয় পেয়েছে আফগানিস্তান। অন্য দিকে নিউগিনি আগের দুই ম্যাচের কোনোটিতেই তাদের ব্যাটাররা ঠিকমতো দাঁড়াতেই পাড়েনি। প্রথম ম্যাচে টি-২০ বিশ্বকাপের সহআয়োজক ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেট পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচেও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা উগান্ডার কাছে হেরেছে তিন উইকেটে।
সংক্ষিপ্ততম এই ফরম্যাটে একবারই মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি। ২০১৫ সালে আইসিসি ওয়ার্ল্ড টি-২০ বাছাইপর্বের সেই ম্যাচে সহজেই জয় পেয়েছিল যুদ্ধ বিধ্বস্ত দেশটি।


আরো সংবাদ



premium cement