০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বোলারদের প্রশংসায় রোহিত

-


হয়তো ভারত ধরেই নিয়েছিল ১১৯ রান করার পর এই ম্যাচ আর বাঁচানো যাবে না। অথচ পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচেই তাদের অবিশ্বাস্য। তাদের বোলারদের দাপটে পাকিস্তান ২০ ওভার শেষে ১১৩ রানের বেশি করতে পারেনি। ততক্ষণে নেই সাত উইকেট। ম্যাচ শেষে তাই নিজ বোলারদের প্রশংসা করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এদের মধ্যে পেসার জসপ্রিত বুমরাহও কথাই বিশেষ ভাবে উল্লেখ করলেন তিনি। রোহিত বলেন, ‘বুমরাহ একের পর এক নিজের শক্তি দেখিয়ে যাচ্ছে। আমি তার সম্পর্কে খুব বেশি কথা বলতে যাচ্ছি না। আমরা চাই এই বিশ্বকাপের শেষ পর্যন্ত সে এমন মানসিকতায় থাকুক। সে বল হাতে দারুণ প্রতিভাবান।’ বুমরাহ একাই তিনটি উইকেট শিকার করেছেন। বিশেষ করে ১৯তম ওভারে মাত্র তিন রান দিয়ে ইফতেখার আহমেদের উইকেট তুলে নেন তিনি। রোহিত যোগ করেন, তাকে আমরা অনেক বছর ধরেই জানি। অবগত আছি সে কি করতে পারে। আসলে এমন ম্যাচে সবারই জ্বলে উঠা উচিত। আমাদের বোলাররা সেটিই করেছে।

চলতি টি-২০ বিশ্বকাপে পিচ নিয়ে চলছে তুমুল সমালোচনা। বিশেষ করে পাঁচ মাসের মধ্যে তড়িঘড়ি করে নির্মিত নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সমালোচনাই হচ্ছিল সবচেয়ে বেশি। এই উইকেট ছাড়া অন্যান্য পিচের প্রায় ম্যাচগুলোই হচ্ছে লো স্কোরিং।
পরশু নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই ১১৯ রানে অলআউট হয়ে গেছে ভারত। জবাবে পাকিস্তান থেমেছে সাত উইকেটে ১১৩ রানে। এতে ছয় রানের জয় পেয়েছে রোহিত শর্মার দল।
উইকেট নিয়ে কিছুটা ইতিবাচক মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিত মনে করেন, ভারত আগের ম্যাচ যে পিচে খেলেছিল, এই পিচ সেটির তুলনায় ভালো। রোহিত বলেন, ‘আমরা এখানে (আয়ারল্যান্ডের বিপক্ষে) যে উইকেটে খেলেছিলাম তার তুলনায় এটি একটি ভালো উইকেট ছিল।’

তবে নিজেদের ব্যাটিং নিয়ে অসন্তুষ্টি প্রকাশ ভারতের অধিনায়কের। জানান, ‘আমরা যথেষ্ট ভালো ব্যাটিং করিনি। অর্ধেক পথ ভালো করেছিলাম। ১০ ওভারের পর পর্যন্ত ভালো অবস্থানে ছিলাম। আপনি আশা করছিলেন, তারা ভালো একটি জুটি করবে। আমরা ১৫-২০ রান কম নিয়েছি। প্রতিটি রানই গুরুত্বপূর্ণ। আমরা ১৪০ লক্ষ্য নিয়েছিলাম। তবে বোলাররা ভালো করেছে।’
জানান, ম্যাচের মাঝামাঝি পর্যায়ে সবাই এক হয়ে বলেছিলাম যে, এই ম্যাচে আমরা জিততে পারি, তারাও জিততে পারে। প্রত্যেকের ছোট ছোট অবদান পার্থক্য করে দিয়েছে। যে বল হাতে নিয়েছে, সেই পার্থক্য করতে চেয়েছে।’

 

 


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল