১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে নামিবিয়া

-


ব্যাক-টু-ব্যাক জয় নিয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপে আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে মিচেল মার্শ-প্যাট কামিন্সরা। এই ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে নামিবিয়া।
অসি ওপেনাররা ডেভিড ওয়ার্নার ও ট্রাফিস হেড আছেন ছন্দে। ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয়ে তাদের ব্যাটিং ছিল অসাধারণ। মার্কাস স্টয়নিস দুর্দান্ত ফর্মে রয়েছেন। অপর দিকে মিডল অর্ডারে জ্যান ফ্রাইলিংক ও অধিনায়ক গেরহার্ড ইরাসমাস ব্যাটিংয়ে মূল ভরসা নামিবিয়ার। ইতোমধ্যে দলটির ব্যাটাররা লড়াই করছেন ও অসিদের বিপক্ষে বোলারদের ওপর আরো বেশি নির্ভর করবে আফ্রিকার দেশটি। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে নামিবিয়া।
এই মুহূর্তে বিপজ্জনক অস্ট্রেলিয়া। এই ম্যাচে নামিবিয়ার কাছে কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে। কেনসিংটন ওভালে শেষ ম্যাচে তারা ইংল্যান্ডকে হারিয়েছিল। ট্র্যাভিস হেড ও ডেভিড ওয়ার্নার প্রথম উইকেটে মাত্র ৩০ বলে ৭০ রান যোগ করেন। যা অস্ট্রেলিয়ার জন্য বড় সংগ্রহের মঞ্চ তৈরি করে। একই ভেনুতে নামিবিয়া ব্যাট হাতে ব্যর্থ হয়েছিল।

মার্কাস স্টয়নিস একজন ধারাবাহিক ফিনিশার। নিজেকে মেলে ধরতে না পারলেও প্রত্যাবর্তনের অপেক্ষায় ম্যাক্সওয়েল। মার্শ ও ম্যাক্সওয়েল ৩ ও ৪ নম্বরে ব্যাটিংয়ে খুবই শক্তিশালী। এ দু’জন যেকোনা ম্যাচকে পুরোপুরি ঘুরিয়ে দিতে পারেন। বোলিংয়ে জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের সাথে কামিন্সও পেস বিভাগে। স্পিনে আছেন ধারাবাহিক উইকেট শিকারি অ্যাডাম জাম্পা। তার লেগ-ব্রেক বোলিং দিয়ে নামিবিয়াকে সমস্যায় ফেলতে পারেন।
নামিবিয়ার এখন পর্যন্ত এই টুর্নামেন্টে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। উদ্বোধনী ম্যাচে তারা ওমানের বিপক্ষে ১১০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে লড়াই করেছিল। শেষ পর্যন্ত ম্যাচ টাই হলে সুপার ওভারে জিতেছিল নামিবিয়া। একই ভেনুতে পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান করে। ইরাসমাসের ৩১ বলে ৫২ ও জেন গ্রিনের ২৭ বলে ২৮ রান ছিল নামিবিয়ার ইনিংসে সর্বোচ্চ দু’টি স্কোর। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার প্রচুর অভিজ্ঞতা রয়েছে ডেভিড উইজের। এই মুহূর্তে এই ব্যাটিং লাইনআপে ভালো ফর্মে কেউ নেই। তারা বোলারদের দিকে তাকিয়ে থাকবে। গুরুত্বপূর্ণ বোলারদের মধ্যে রয়েছেন জ্যান ফ্রাইলিংক, ডেভিড উইজ ও বার্নার্ড স্কটলজ।


আরো সংবাদ



premium cement