১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যেভাবে সুপার এইটে যেতে পারে পাকিস্তান

-

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১১৯ রানে অলআউট করেছিল পাকিস্তান। গত পরশু রাতে টি-২০ বিশ্বকাপে এই ঘটনার পর সবাই ধরেই নিয়েছিল বিশ্বকাপে ফের ভারতের বিপক্ষে জিততে যাচ্ছে পাকিস্তান। অথচ এই রানই তাড়া করতে পারেনি বাবর আজমের দল। সাত উইকেটে ১১৩ রান করার পর নির্ধারিত ২০ ওভার শেষ। ছয় রানের এই হারের ফলে সাবেক টি-২০ চ্যাম্পিয়নদের এখন সুপার এইটে যাওয়াটা অনিশ্চিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র্রের কাছে হারের পর ভারতের কাছেও পরাজয়। অবশ্য এর পরও দলটির রয়েছে পরের ধাপে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা। আর এ জন্য অন্য দুই ম্যাচ জিতলেও হবে না। চেয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে! এবার দেখে নেয়া যাক গ্রুপ ‘এ’ থেকে পাকিস্তানের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা কতখানি।

পাকিস্তানের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড। এই দু’টি ম্যাচ জিতে নিজেদের কাজটা আগে সেরে নিতে হবে। আর আশায় থাকতে হবে ভারত কিংবা যুক্তরাষ্ট্র যেন তাদের অন্য দুই ম্যাচে হারে।
ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে আবার পাকিস্তানের বিদায় নিশ্চিত! দুই দলের পয়েন্ট ভাগাভাগির সুবাদে পাকিস্তানের সুপার এইটের সম্ভাবনা মুহূর্তেই শেষ হয়ে যাবে।
পাকিস্তানের মতো একই অবস্থা আয়ারল্যান্ডের। তারা ভারত ও কানাডার বিপক্ষে দু’টি ম্যাচ হেরেছে। ২ পয়েন্ট আর দু’টি ম্যাচ হাতে রেখে কানাডাও নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। যদি কানাডা অঘটনের জন্ম দিয়ে ভারতকে হারিয়ে দেয় এবং যুক্তরাষ্ট্র দু’টি ম্যাচই হারে তখন পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও কানাডার সুপার এইটে যেতে নির্ভর করতে হবে নেট রান রেটে।
আনপ্রেডিক্টেবল পাকিস্তানের বৈশ্বিক টুর্নামেন্ট বাজেভাবে শুরুর ইতিহাস আছে। তার পর প্রত্যাবর্তনের গল্প লিখে শিরোপা জয়েরও নজির আছে তাদের। এবার কি পারবে তারা ১৯৯২ এর সুখ স্মৃতি ফিরিয়ে আনতে।


আরো সংবাদ



premium cement
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা

সকল