১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যেভাবে সুপার এইটে যেতে পারে পাকিস্তান

-

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১১৯ রানে অলআউট করেছিল পাকিস্তান। গত পরশু রাতে টি-২০ বিশ্বকাপে এই ঘটনার পর সবাই ধরেই নিয়েছিল বিশ্বকাপে ফের ভারতের বিপক্ষে জিততে যাচ্ছে পাকিস্তান। অথচ এই রানই তাড়া করতে পারেনি বাবর আজমের দল। সাত উইকেটে ১১৩ রান করার পর নির্ধারিত ২০ ওভার শেষ। ছয় রানের এই হারের ফলে সাবেক টি-২০ চ্যাম্পিয়নদের এখন সুপার এইটে যাওয়াটা অনিশ্চিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র্রের কাছে হারের পর ভারতের কাছেও পরাজয়। অবশ্য এর পরও দলটির রয়েছে পরের ধাপে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা। আর এ জন্য অন্য দুই ম্যাচ জিতলেও হবে না। চেয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে! এবার দেখে নেয়া যাক গ্রুপ ‘এ’ থেকে পাকিস্তানের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা কতখানি।

পাকিস্তানের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড। এই দু’টি ম্যাচ জিতে নিজেদের কাজটা আগে সেরে নিতে হবে। আর আশায় থাকতে হবে ভারত কিংবা যুক্তরাষ্ট্র যেন তাদের অন্য দুই ম্যাচে হারে।
ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে আবার পাকিস্তানের বিদায় নিশ্চিত! দুই দলের পয়েন্ট ভাগাভাগির সুবাদে পাকিস্তানের সুপার এইটের সম্ভাবনা মুহূর্তেই শেষ হয়ে যাবে।
পাকিস্তানের মতো একই অবস্থা আয়ারল্যান্ডের। তারা ভারত ও কানাডার বিপক্ষে দু’টি ম্যাচ হেরেছে। ২ পয়েন্ট আর দু’টি ম্যাচ হাতে রেখে কানাডাও নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। যদি কানাডা অঘটনের জন্ম দিয়ে ভারতকে হারিয়ে দেয় এবং যুক্তরাষ্ট্র দু’টি ম্যাচই হারে তখন পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও কানাডার সুপার এইটে যেতে নির্ভর করতে হবে নেট রান রেটে।
আনপ্রেডিক্টেবল পাকিস্তানের বৈশ্বিক টুর্নামেন্ট বাজেভাবে শুরুর ইতিহাস আছে। তার পর প্রত্যাবর্তনের গল্প লিখে শিরোপা জয়েরও নজির আছে তাদের। এবার কি পারবে তারা ১৯৯২ এর সুখ স্মৃতি ফিরিয়ে আনতে।


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল