০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় আফগানদের

উইকেট শিকারি রশিদ খানের সাথে আফগান ক্রিকেটাররা : ইন্টারনেট -

নিউজিল্যান্ডের টপঅর্ডারে ধস নামা আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকি। মিডল অর্ডারে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের শঙ্কাকে বাস্তবে রূপ দিলেন আফগান অধিনায়ক স্পিনেং অলরাউন্ডার রশিদ খান ও মোহাম্মদ নবি। আর ফিনিংশ দিলেন আবার সেই ফারুকি। দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে মাত্র ৭৫ রানে অলআউট করে বড় জয় পেল আফগানিস্তান। এর আগে রেকর্ড জুটিতে আফগানদের লড়াইয়ের পুঁজি গড়ে দিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
গায়ানার প্রভিডেন্সে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানে জয় পেয়েছে আফগানিস্তান। আগে ব্যাটিং করে ছয় উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ পায় যুদ্ধবিধ্বস্ত দেশটি। ওপেনিং জুটিতে গুরবাজ ও জাদরানের জুটিতে আসে ১০১ রান। ১৪.৩ ওভারে ম্যাট হেনরির বলে ৪৪ রান করে প্রথম বিদায় নেন জাদরান। আজমতউল্লাহ উমরজাইয়ের ব্যাট থেকে আসে ২২ রান। অন্যরা ছিলেন আসা যাওয়ার মধ্যে। ১৯.২ ওভারে ৫৬ বলে ৮০ রানের মূল্যবান ইনিংস খেলে বোল্টের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন গুরবাজ। বোল্ট ও ম্যাট হেনরি নেন দু’টি করে উইকেট।
১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় স্কোর শূন্যে থাকা অবস্থায় ফারুকির বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ফিন অ্যালান। তিন বোলারের তোপে পড়ে কিউই ব্যাটারদের মধ্যে দুইজন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছে পারেননি। গ্লেন ফিলিপস ১৮ ও ম্যাট হেনরি করেন ১২ রান। ১৫.২ ওভারে অলআউট হয় নিউজিল্যান্ড। ফারুকি ও রশিদ খান নেন চারটি করে উইকেট। দু’টি উইকেট মোহাম্মদ নবির। ম্যাচসেরা হন রহমানউল্লাহ গুরবাজ।
আফগানিস্তানের বিপক্ষে এই পরাজয়, টি-২০ বিশ্বকাপে রানের হিসেবে সর্বোচ্চ ব্যবধানে হার ব্ল্যাকক্যাপসদের। বৈশ্বিক এই টুর্নামেন্টে এর চেয়ে কম রানে তারা অলআউট হয়েছে ২০১৪ সালে ৬০ রান শ্রীলঙ্কার বিপক্ষে। আর বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি প্রথম জয় আফগানিস্তানের। পরপর দুই ম্যাচ জিতে সুপার এইটের পথে অনেকটা এগিয়ে গেল আফগানরা।


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, বিএসএফকে সহায়তায় এলো স্থানীয়রা জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

সকল