১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আত্মবিশ্বাস ফেরানো জয় : শান্ত

-

পরাজয়ের বৃত্ত ভেঙে জয় দিয়ে হারের বৃত্ত ভাঙায় খুশি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-২০ বিশ্বকাপের আগে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার এবং একমাত্র অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বাজে হারে মেগা ইভেন্টে বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। সব মিলিয়ে বিশ^কাপের জন্য প্রস্তুতি খুবই খারাপ হওয়ায় বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা কমই ছিল ভক্তদের। তাছাড়া নানা সমালোচনা তো ছিলই।
কিন্তু বিশ^কাপের মঞ্চে খেলতে নেমেই সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। নিজেদের প্রথম ম্যাচে নাটকীয়ভাবে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেয়ার পথেই আছে বাংলাদেশ। কারণ পরপর দুই ম্যাচে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় পরের রাউন্ডে যাবার ভালো সুযোগ রয়েছে টাইগারদের। যদিও বাজে ব্যাটিং পারফরম্যান্সের কারণে এখনো কিছুটা অস্বস্তি রয়েছে বাংলাদেশ শিবিরে। কিন্তু প্রথম ম্যাচ থেকে পূর্ণ ২ পয়েন্ট পাওয়ায় খুশি শান্ত।
ম্যাচের পর শান্ত বলেন, ‘বেশ কিছু ম্যাচে হারের পর এমন জয় আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। জয়ের ব্যবধান যেমনই হোক না কেন, দুই পয়েন্ট পাওয়ায় এবং জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারায় আমি খুশি।’ তিনি আরো বলেন, ‘ব্যাটারদের উপর আমার আস্থা আছে। সব ব্যাটার একসাথে ভালো করবে- আপনি এমনটা আশা করতে পারেন না।’ শান্ত জানান, টি-২০ বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে দলীয় পারফরম্যান্স দিয়ে সাফল্য অর্জনের সামর্থ্য দলের আছে। ‘দলের শারীরিক ভাষা দারুণ ছিল। আমরা ১২০ ভাগ দিয়েছি। গত ১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করছি এবং সবাই নিজেদের কাজগুলো করেছে। আমি মনে করি, বোলাররা সত্যিই ভালো বোলিং করেছে। কিন্তু এই ধরনের উইকেটে আমাদের সহজেই জয় পাওয়া উচিত ছিল।’
লিটনের ইনিংস প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়কের বক্তব্য, শান্ত, ‘এটি লিটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে লড়াই করেছে, তার দক্ষতা দেখিয়েছে। সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। সাথে হৃদয় সত্যিই সাহসী ছিল। তার খেলার ধরন সত্যিই আমাদের দারুণভাবে সাহায্য করেছে।’
এদিকে শ্রীলঙ্কার হাসারাঙ্গা হারের জন্য বাজে ব্যাটিংকে দায়ী করেছেন।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল