১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানের ২ নাকি ভারতের ৭

আলোচনায় উইকেট ও বৃষ্টি
-

টি-২০ বিশ্বকাপ অভিযানে আয়ারল্যান্ডকে হারিয়ে বিজয়ী সূচনা পেয়েছে ম্যান ইন ব্লু খ্যাত ভারত। অন্য দিকে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে পাকিস্তান একটু তো ব্যাকফুটেই। দুই হাই-অকটেন দল ভারত ও পাকিস্তানের ম্যাচটি আজ নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচটি হবে রাত সাড়ে ৮টায়।
আবহাওয়া কারণে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার দীর্ঘ দিনের স্বপ্ন পানিতে ভেসে যেতে পারে যুক্তরাষ্ট্রবাসীর। সেখানকার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পুরো দিনজুড়েই নিউ ইয়র্কে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সময় সকাল ১১টায় ৫১ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। এর মানে খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে। বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪৫-৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা।
টি-২০তে এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ভারতের জয় ৮টিতে ও পাকিস্তানের ৩ ম্যাচে। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে টাই হয়েছিল তাদের ম্যাচটি। পরে বোল আউটে ম্যাচ জিতেছে ভারত। টি-২০ বিশ্বকাপে সাতবারের দেখায় ভারতের জয় ৬ জয়ের বিপরীতে ১টিতে পাকিস্তানের।
ভারত-পাকিস্তান ম্যাচকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উইকেট। এখানে ব্যাটিং করাটা ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে তিন ম্যাচে সেই প্রমাণও মিলেছে। গত সোমবার শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এই স্টেডিয়ামের। ওই ম্যাচে ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। টার্গেট স্পর্শ করতে ১৭ ওভার পর্যন্ত খেলতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এরপর এখানেই হিমশিম খেয়েছে ভারত ও আয়ারল্যান্ডের ব্যাটাররা। ৯৬ রানে গুটিয়ে যায় আইরিশরা। ১৩তম ওভারে টার্গেট স্পর্শ করে ৮ উইকেটে জয় পায় ভারত। উইকেটের অস্বাভাবিক বাউন্সে ব্যথা পান দুই দলের বেশ কিছু ক্রিকেটার। কনুইয়ের ওপরের অংশে আঘাতে আহত হয়ে অবসর নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপরই টনক নড়ে আইসিসির।
আইসিসি ও যুক্তরাষ্ট্র নতুনভাবে উইকেট দেখভাল শুরু করার পর গত শুক্রবার ও ভেনুতে কানাডা ৭ উইকেটে ১৩৭ ও পরে আয়ারল্যান্ড ৭ উইকেটে ১২৫ রান করে। তাতে উইকেট নিয়ে সন্তুষ্ট নয় আইসিসি। তাই ভারত-পাকিস্তান ম্যাচে আরো ভালো উইকেট তৈরি করতে নজর আইসিসির। এক কর্তা বলেন, ‘আইসিসি ও টি-২০ বিশ্বকাপের আয়োজকরা বুঝতে পারছে যে, নাসাউ স্টেডিয়ামের উইকেট সন্তুষ্টজনক নয়। নতুনভাবে কাজ শুরু করেছি। আশা করা হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচে ভালো কিছু হবে।’
ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সবসময়ই উত্তেজনাপূর্ণ ও মর্যাদার। বাড়তি চাপকে দূরে সরিয়ে মাঠে নিজেদের সেরাটা দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য। প্রথম ম্যাচে আমাদের ব্যাটিং-বোলিং ভালো ছিল। পাকিস্তানের বিপক্ষেও তারা ভালো করবে।’
অন্য দিকে হতাশা নিয়েই অভিযান শুরু করেছে টুর্নামেন্টের আরেক ফেবারিট পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে পরাজিত হয়ে আসর শুরু করেছে বাবর আজমরা। ওই দিন গালা ডিনারের আয়োজন ছিল। হেরে যাওয়ায় তা বাতিল করে। দলের পারফরম্যান্সে খুশি হতে পারেননি ৪৩ বলে ৪৪ রান করা পাক অধিনায়ক বাবর আজম।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চান বাবর, ‘প্রথম ম্যাচে আমরা তিন বিভাগেই খারাপ খেলেছি। আশা করছি, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে পারব। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। ঘুরে দাঁড়াতে নিজেদের সেরা পারফরম্যান্স উজাড় করে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। ভারতের ব্যাটার-বোলাররা দারুণ ছন্দে আছে। তাদের সামলাতে সব ধরনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েছি। তা প্রয়োগের অপেক্ষা মাত্র।’
উইকেট নিয়ে বাবর বলেন, ‘নিউ ইয়র্কের উইকেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেখানে খেলিনি বলে ধারণা কম। তবে সেখানে হওয়া তিনটি ম্যাচ দেখেছি। তাতে মনে হচ্ছে, এমন উইকেটে ব্যাট করা কঠিন হবে।’
ওবামার চেয়েও বেশি নিরাপত্তা
রাজনৈতিক বৈরিতায় পাকিস্তান-ভারত দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না বহুদিন ধরেই। দর্শকদের জন্য আইসিসি ইভেন্টই ভরসা। এই ম্যাচ ঘিরেই রয়েছে জঙ্গি সংগঠন আইএসআইএস হুমকি। তাতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে নিউ ইয়র্কের প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থায় সাহায্য করবে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংস্থা। এমন নিরাপত্তা ব্যবস্থা বারাক ওবামার আগমনের সময়ও নাকি নেয়া হয়নি। নাসাউ কাউন্টি পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার এই নিরাপত্তাব্যবস্থাকে তুলনা করেছেন ‘রাষ্ট্রপতি মানের’ নিরাপত্তার সাথে। রাইডার বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তার মাত্রাটি কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনের তুলনায় অনেক বেশি হবে। ব্যাপক নিরাপত্তাব্যবস্থায় যুক্ত থাকবে নাসাউ কাউন্টি পুলিশ, সাফোক কাউন্টি, নিউ ইয়র্ক স্টেটের পাশাপাশি এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এবং ইউএস কাস্টমস ও বর্ডার প্রোটেকশন।


আরো সংবাদ



premium cement