ভারতের গ্রুপে বাংলাদেশ
- ক্রীড়া প্রতিবেদক
- ০৯ জুন ২০২৪, ০০:০৫
২০২২ সাফেই বাংলাদেশ মহিলা ফুটবল দল প্রথমবারের মতো হারায় ভারতকে। ৩-০ গোলের সেই জয়ই সাবিনা খাতুনদের সেমিফাইনাল নিশ্চিত করে। এরপর নেপালকে ফাইনালে হারিয়ে প্রথম সাফ শিরোপা জয়ের অনন্য কৃতিত্ব। এবারের মহিলা সাফও হচ্ছে নেপালে। আর বাংলাদেশের গ্রুপে যথারীতি ভারত। গতকাল ঢাকার একটি হোটেলে সাফের কংগ্রেসে অনুষ্ঠিত হয় মহিলা সাফের ড্র। এতে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে খেলতে হচ্ছে বাংলাদেশকে। অন্য দিকে ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ। ১৭-৩০ অক্টোবর নেপালে হবে এই আসর। গতবারই বাংলাদেশের গ্রুপে এই দুই দল ছিল। সেবার চার দলের গ্রুপে অপর প্রতিপক্ষ ছিল মালদ্বীপ।
কাল সিনিয়র মহিলা সাফের সাথে অনূর্ধ্ব-১৭ পুরুষ এবং অনূর্ধ্ব-২০ পুরুষ সাফেরও ড্র অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব-২০ সাফ নেপালে অনুষ্ঠিত হবে ১৬-২৬ আগস্ট। এতে ‘এ’ গ্রুপে নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাথে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে আছে ভারত, ভুটান ও মালদ্বীপ। অনূর্ধ্ব-১৭ সাফের ভেন্যু ভুটানের থিম্পু। ১৮-২৮ সেপ্টেম্বর হবে খেলা। এতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে লড়বে ভারত ও মালদ্বীপ। ‘বি’ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভুটান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা