১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শ্রীলঙ্কার সাথে নতুন শুরু চান শান্ত

-

টি-২০ বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই পরাজয়ের স্মৃতি ধারণ করাও অস্বস্তিকর মনে করেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আর এই ম্যাচে জয় দিয়ে শুরুর অপেক্ষায় টাইগার অধিনায়ক। লঙ্কানদের বিপক্ষে ‘ঠাণ্ডা মেজাজে’ নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন নতুন উদ্যমে শুরু করতে চান শান্ত। ধারাবাহিক খারাপ পারফরম্যান্সে সমালোচনার মুখে পড়লেও প্রথম ম্যাচে জয়ের আশায় ডালাসে আজ সকাল ৬টা ৩০ মিনিটে মাঠে নামবে টাইগাররা।
যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৬০ রানে পরাজিত হয় টাইগাররা। সব মিলিয়ে বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি ভালো হয়নি। এ জন্য টাইগারদের নিয়ে প্রত্যাশাও বেশি নেই ভক্তদের।
শান্ত বলেন, ‘সবারই প্রত্যাশা থাকে, সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি। ভালো ক্রিকেট খেলতে এবং বাংলাদেশের মানুষকে ভালো ম্যাচ উপহার দিতে চাই। তবে গুরুত্বপূর্ণ হলো, আমরা কিভাবে ম্যাচে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করছি ও আমরা সামর্থ্য অনুযায়ী খেলছি কি না। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, অবশ্যই আমরা খুব ভালো ম্যাচ উপহার দিতে পারব।’

বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিল শ্রীলঙ্কা। প্রোটিয়াদের কাছে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে ৬ উইকেটে হেরেছে দলটি। তবে লঙ্কানদের কথা না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে চান শান্ত। ম্যাচের আগে গতকাল শান্ত বলেন, ‘তারা কি ভাবছে, তাদের মনের ভেতর কী হচ্ছে, সেসব নিয়ে ভাবছি না। আমরা নিজেদের নিয়েই ভাবছি। আমরা জয়ের জন্যই খেলব। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের জন্য ভালো ম্যাচটা ছিল না। তবে তাদের কেমন অবস্থা যাচ্ছে, সেসব নিয়ে আমরা ভাবছি না।’
শান্ত বলেন, ‘টুর্নামেন্টে আমাদের গ্রুপ পর্বে চারটি ম্যাচ। প্রতিটি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে আলদাভাবে দেখতে চাই না। আমরা জানি, অবশ্যই এটি খুবই চ্যালেঞ্জিং ম্যাচ। বেশি চিন্তা না করে সাজানো পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করাই লক্ষ্য আমাদের। ম্যাচের দিন আমরা কিভাবে ঠাণ্ডা মেজাজে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, সেটি গুরুত্বপূর্ণ।’
শান্তর আশা, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে তাদেরকে হারানো সম্ভব। ‘গুরুত্বপূর্ণ হলো, আমরা কিভাবে ম্যাচে নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করছি ও আমাদের যে শক্তির জায়গা আছে, সেভাবে ম্যাচটি খেলছি কি না। নিজ দলের পরিকল্পনাগুলো ভালোভাবে বাস্তবায়ন করার দিকেই মনোযোগী দল। নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে অবশ্যই ভালো একটি ম্যাচ আমরা খেলতে পারব।’
তিনি যোগ করেন, ‘ম্যাচটি দুই দলের জন্য খুবই চ্যালেঞ্জিং ম্যাচ। যে দল ভালো খেলবে তারাই জিতবে। আমি আগেই বলেছি, বেশি চিন্তা না করে দলের যা পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নের দিকে আমাদের মনোযোগ দেয়া উচিত। সামনের দিকে খুব বেশি না তাকিয়ে বর্তমানে থাকতে চাই। সবাই ভালো প্রস্তুতি নিয়েছে। আমি আশা করি, সবাই পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পারবে।’

 


আরো সংবাদ



premium cement