নামিবিয়ার বিপক্ষে জয় স্কটল্যান্ডের
- ক্রীড়া ডেস্ক
- ০৮ জুন ২০২৪, ০১:৩৪
আন্তর্জাতিক টি-২০তে এখন পর্যন্ত নামিবিয়ার বিপক্ষে চারবারের দেখায় প্রথম জয় পেল স্কটল্যান্ড। টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল এই দুই দল। এর আগে ওমানের বিপক্ষে সুপার ওভারে জয় পেয়েছিল নামিবিয়া। আর ইংল্যান্ডের বিপক্ষে ভালো শুরু করেও বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল স্কটিশদের। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ ছিল নামিবিয়ার। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৯ বল হাতে রেখেই ১৫৭ করে স্কটল্যান্ড। ৫ উইকেটের জয়ে ‘বি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্কটিশরা।
বারবাডোজে কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় নামিবিয়া। পাওয়ার প্লেতে আসে ৩ উইকেট হারিয়ে ৪৮ রান। অধিনায়ক গেরহার্ড ইরাসমাস ছাড়া আর কেউ ত্রিশ ছাড়াতে পারেননি। ৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৫২ রান করেন তিনি। জেন গ্রিন দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন ২৭ বলে। ৩ উইকেট নেন ২৭ বছর বয়সী পেসার ব্র্যাডলি হুইল। দু’টি উইকেট নেন ব্র্যাড কুরি।
লক্ষ্য তাড়ায় চতুর্থ ওভারে ২৩ রানে জর্জ মানজিকে হারায় স্কটল্যান্ড। দলকে পঞ্চাশের কাছাকাছি নিয়ে যান মাইকেল জোন্স ও ব্র্যান্ডন ম্যাকমুলান। এরপর ১১ ওভারে ৭৩ রানে ৪ উইকেট হারানোর পর দলকে টানেন বেরিংটন ও লিস্ক। শেষ ৯ ওভারে তাদের দরকার ছিল ৮৩ রান। আর শেষ ৪ ওভারে তা এসে দাঁড়ায় ৪০ রানে। ডেভিড ভিসার করা ১৭তম ওভারে লিস্কের দু’টি ছক্কা ও বেরিংটনের একটি চারে ম্যাচ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। পরের ওভারে রুবেন ট্রাম্পেলমানকে ছক্কা হাঁকান তিনি। এরপর ১৭ বলে ৩৫ করে আউট হন লিস্ক। পরের ওভারে ভিসাকে ছক্কা মেরে ম্যাচের ইতি টেন ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বেরিংটন। ম্যাচসেরা হন মাইকেল লিস্ক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা