দক্ষিণ আফ্রিকার সামনে আজ নেদারল্যান্ডস
- ক্রীড়া ডেস্ক
- ০৮ জুন ২০২৪, ০১:৩২
নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ১৬তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে আজ নেদারল্যান্ডসের। আইসিসি ইভেন্টে গত দুই বছরে শেষ দু’টি বিশ্বকাপে ডাচরা দক্ষিণ আফ্রিকার জাতীয় দলকে পরাজিত করেছে। এ নিয়ে বিশ্বকাপে গত দুই বছরের তৃতীয় দেখা দুই দলের। আজ বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল।
ফ্লাইং ডাচম্যানরা টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের পর এই ম্যাচের আগে আত্মবিশ্বাস। যেখানে ম্যাক্স ও’ডাউড দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ৫৪ রানে অপরাজিত থেকে ছয় উইকেট ও আট বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন। ২০২৩ সালটি ডাচদের জন্য ছিল খুবই সফল। তারা ওয়ানডে বিশ্বকাপে প্রোটিয়া ও বাংলাদেশের বিপক্ষে জয়লাভ করেছিল। উভয় দলই এই টুর্নামেন্টে আবারো একই গ্রুপে।
এ দিকে দক্ষিণ আফ্রিকার সামনে প্রতিশোধের মিশন। কারণ শেষবার টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে ডাচদের কাছে হেরে সেমিফাইনালে ওঠার যোগ্যতা হারিয়েছিল। প্রোটিয়ারা এবারের অভিযানটি শ্রীলঙ্কাকে হারিয়ে প্রভাবশালী জয়ে শুরু করে। লঙ্কানদের ৭৭ রানে অলআউট করার পেছনে বড় অবদান ছিল অ্যানরিচ নর্টজের। অসাধারণ বোলিং প্রদর্শনের ৭ রানে ৪ উইকেট পেয়েছিলেন এই পেসার।
অন্য দিকে নেপালের বিপক্ষে ডাচ বোলার লোগান ভ্যান বেক বল হাতে ছিলেন দুর্দান্ত। মাত্র ১৮ রানে তিন উইকেট নিয়েছিলেন তিনি। টিম প্রিঙ্গলও নেন তিনটি উইকেট। এই ম্যাচে দুই খেলোয়াড়ই আবার আক্রমণের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। নজর থাকবে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটের দিকে। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ব্যাটার ওয়ানডে বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত। সংক্ষিপ্ত ফরম্যাটে ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে ৫০-এর বেশি গড়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা