আবাহনী ও দিলারার রেকর্ড
- ক্রীড়া প্রতিবেদক
- ০৮ জুন ২০২৪, ০১:৩২
দিলারা আক্তারের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পেল আবাহনী। ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে তিনি ফেরার পর তিন অঙ্কের ঘর স্পর্শ করেছেন স্বর্ণা আক্তারও। শেষ দিকের ব্যাটারদের তাণ্ডবে ইতিহাস গড়েছে আবাহনী লিমিটেড। মহিলাদের ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬ উইকেটে ৪০৪ রান করে আবাহনী। মেয়েদের লিগ তো বটেই, দেশের ঘরোয়া ক্রিকেটেই ৫০ ওভারের সংস্করণে কোনো দলের ৪০০ করার প্রথম ঘটনা এটি।
চলতি লিগেই গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ৩৯২ রান করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই সপ্তাহ পেরোতেই সেটি টপকে নতুন রেকর্ড গড়ল আবাহনী। আবাহনীর ৪০৪ রানের জবাবে ২২.৪ ওভারে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব। আবাহনী পায় ৩৬৮ রানের জয়। মেয়েদের লিগে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।
জেসিয়ার সেঞ্চুরিতে মোহামেডানের জয়
বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করে ১৬২ রানে অলআউট হয় কলাবাগান। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জেসিয়া আক্তার (১০১) ও মুর্শিদা খাতুনের অবিচ্ছিন্ন জুটিতে ১০ উইকেটে জিতল মোহামেডান। দিনের অপর ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেল বিকেএসপি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা