১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২ গোলের হারে বাংলাদেশের সন্তুষ্টি

অস্ট্রেলিয়ান কাই রউলেস বল কেড়ে নিচ্ছেন রকিবের কাছ থেকে : বাফুফে -

বাংলাদেশ ০-২ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে খেলা একাদশ থেকে পাঁচজনকে বদল। আর ফিলিস্তিনের বিপক্ষে সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের একাদশ থেকেও পাঁচজনকে রিজার্ভ বেঞ্চে রাখা। এদের মধ্যে বিশ্বনাথ, ফাহিম , জনি, জামাল দুই ম্যাচেই ছিলেন প্রথম একাদশে। মেলবোর্নের ম্যাচে খেলেছিলেন হাসান মুরাদ। ফিলিস্তিনের বিপক্ষে ছিলেন শাকিল আহমেদ। বিশ্বনাথের বাদ পড়াটা কার্ড সমস্যায়। গতকাল কিংস এরিনায় কোচ হাভিয়ার কাবরেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে চান্স দেন ইনুজরি থেকে ফিরে আসা তারিক কাজী, মোরসালিন, মেহেদী হাসান মিন্টু, ঈসা ফয়সালও মোহাম্মদ সোহেল রানাকে। এই পরিবর্তিত একাদশ নিয়েই ফিফা র‌্যাংকিংয়ে ২৪ এ থাকা সকারুজদের বিপক্ষে তুমুল লড়াই ১৮৪ এর বাংলাদেশ দলের। ফলে ১৬ নভেম্বর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ মিনিটে গোল হজম শুরু। প্রথমার্ধ শেষে সেই স্কোর ৪-০। অথচ কাল নিজ মাঠে তপু-মিন্টু, তারিক কাজীদের ডিফেন্স লাইনও ভাঙতে পারছিল না কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলা দলটি। এর পরও তাদের হারতে হয়েছে ০-২ গোলে। আগের তিন মোকাবেলায় ০-৫, ৪-০, ও ০-৭-এ পরাজয়ের পর এবার দুই গোলে হারে রয়েছে বড় সান্ত্বনা ও সন্তুষ্টি।
অস্ট্রেলিয়ার প্রথম গোলটাও লাল-সবুজদের কপাল দোষে। বক্সের বাইরে থেকে থেকে সাদা মাটা একটা শট নেন এজডিন রুসটক। সেই বল গোলরক্ষক মিতুল মারমার সোজাই যাচ্ছিল। কিন্তু ডিফেন্ডার মেহেদী হাসান মিন্টু সেই বল ঠেকাতে গেলে বল তার পায়ে লেগে দিক পাল্টে বোকা বানায় মিতুল মারমাকে। ঘটনাটি ২৯ মিনিটের। রক্ষণভাগ সামলিয়ে বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করে উপরে শেখ মোরসালিন ও রাকিব হোসেনকে উপরে রেখে। এতে মাঝ রেখা বরাবর দু-একটি চান্স তৈরির উপলক্ষ হলেও রাকিবরা পারেননি তা কাজে লাগাতে। ৩৩ মিনিটে বাংলাদেশের প্রথম শট অস্ট্রেলিয়ার পোস্টে। রাকিবের শট চলে যায় বহুদূর দিয়ে। ৫৩ মিনিটে বদলি হিসেবে নামা জামাল ভূঁইয়া ৭৩ মিনিটে শটে নিলেও তা চলে যায় গোলরক্ষক সোজা। এর আগে ৭১ মিনিটে বাংলাদেশ দল তিন খেলোয়াড় এক সাথে বদল করে। এর মধ্যে চোট নিয়ে মাঠ ছাড়েন তারিক। এর আগে ৬২ মিনিটে স্কোর দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। জর্দান বসের ক্রসে হেডে গোল করেন কুসিনি ইয়েনজি।
বাকি সময়ে আস্ট্রেলিয়া আর কোনা গোলের চান্স তৈরি করতে পারেনি। ফলে ২০২৬ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপ বাছাইয়ে শেষ হোম ম্যাচে হারে শেষ করতে হলো বাংলাদেশ। জামালদের পরের ম্যাচ ১১ জুন কাতারের মাঠে লেবাননের বিপক্ষে। পাঁচ ম্যাচের সব ক’টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আস্ট্রেলিয়া। বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে তলানিতে।
বাংলাদেশ দল : মিতুল , তপু, মেহেদী, সাদ ( চন্দন ৭১ মি.), হৃদয়, সোহেল রানা (জামাল ৫৩ মি.), মো: সোহেল রানা (রিমর ৭১ মি.), রাকিব, ঈসা (রহমত ৮৩ মি.), তারিক ( শাকিল ৭১ মি.) ও মোরসালিন।


আরো সংবাদ



premium cement