০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বিশ্বকাপে ঐতিহাসিক জয় উগান্ডার

প্রথম বিশ্বকাপে প্রথম জয়ে উগান্ডার বাঁধভাঙা উল্লাসতো থাকবেই : ইন্টারনেট -

টি-২০ বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক এক জয় পেয়েছে উগান্ডা। ‘সি’ গ্রুপে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৩ উইকেটে হারিয়েছে আফ্রিকার দেশটি। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১২৫ রানের বড় ব্যবধানে হেরেছিল বিশ্বকাপে নবাগত দলটি। পাপুয়া নিউ গিনি আগে ব্যাট করে ৭৭ রানে অলআউট হয়। টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা।
ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে প্রথম উইকেট হারায় পাপুয়া নিউ গিনি। শুরুর এই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি তারা। উগান্ডার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৯.১ ওভারে গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনি। নিজেদের টি-২০ ইতিহাসে এটিই সর্বনিম্ন রান নিউ গিনির। মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছে। হিরি হিরি সর্বোচ্চ ১৫, লেগা সাইয়াকা ও কিপলিন ডোরিগা ১২ রান করে করেন। এ ছাড়া অতিরিক্ত থেকে ১৩ রান আসে। উগান্ডার ৪৩ বছর বয়সী ফ্রাঙ্ক এনসুবুগা ৪ ওভারে ২ মেডেন ও ৪ রান দিয়ে নেন ২ উইকেট। আর এতেই বিশ্বকাপে সেরা ইকোনমি রেটের মালিক হয়ে গেছেন তিনি। এ ছাড়া আলপেশ রামজানি, কসমাস কেউতা ও জুমা মিয়াগি নেন ২টি করে উইকেট।
লক্ষ্য ৭৮ হলেও বিপদে পড়েছিল উগান্ডাও। তৃতীয় ওভারের মধ্যে ৬ রানে নেই ৩ উইকেট। ২৬ রানে পঞ্চম উইকেট পতন। আগের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়ে নিজেদের সর্বনিম্ন স্কোরের লজ্জায় ডুবেছিল তারা। কিন্তু ষষ্ঠ উইকেটে রিয়াজাত আলি ও মিয়াগির ৩৫ রানের জুটিতে সর্বনিম্ন স্কোরের লজ্জা থেকে বাচে উগান্ডা। দলীয় ৬১ আর ব্যক্তিগত ১৩ রানে আউট হন মিয়াগি। এক প্রান্ত আগলে টেস্ট মেজাজের ব্যাটিংয়ে সপ্তম উইকেটে কেনেথ ওয়াইসওয়াকে নিয়ে ২৫ বলে ১৪ রান যোগ করে উগান্ডাকে জয়ের কাছে নিয়ে যান রিয়াজাত। এরপর দলের জয় ৩ রান দূরে থাকতে ৫৬ বলে ৩৩ রান করে ফেরেন রিয়াজাত। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখে উগান্ডাকে ঐতিহাসিক জয় এনে দেন ওয়াইসওয়া ও অধিনায়ক ব্রায়ান মাসাবা। ম্যাচ সেরা হন রিয়াজাত।


আরো সংবাদ



premium cement
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু আসামে খনিতে আটকা পড়ল ৯ শ্রমিক, ৩ জনের লাশের সন্ধান আবাহনীর কাছে হারল মোহামেডান অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্রের নির্মাণ কাজ জুনের মধ্যে শেষ করার আহ্বান উপদেষ্টা ফারুকীর রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ মুন্সীগঞ্জে সেতু থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

সকল