১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অস্ট্রেলিয়াকে সাধারণ দল মনে করে ওমান

-

২০২১ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলতি আসরেও শিরোপার অন্যতম দাবিদার মিচেল মার্শের দল। বিশ্বকাপে আজ সকাল সাড়ে ৬টায় নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ সহযোগী সদস্য দেশ ওমান। যারা ইতোমধ্যে নামিবিয়ার বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ওমান। অসিদের বিপক্ষে খেলার আগে গতকাল সংবাদ সম্মেলনে ওমানের অধিনায়ক বলেন, মনে হয়নি অসাধারণ কোনো দলকে মোকাবেলা করতে যাচ্ছি। আকিব ইলিয়াস বলেন, ‘একবার মাঠে নামলে বড় বলতে কেউ নয়। মাঠে আপনার চেয়ে বড় কেউ নেই।’
বার্বাডোজের কেনসিংটন ওভালে আজকের ম্যাচে হয়তো অস্ট্রেলিয়া বড় দল বিবেচনা করে বাড়তি চাপ নিতে নারাজ ওমানের অধিনায়ক। তৃতীয়বার বিশ্বকাপ খেলতে আসা ওমান স্পিন দিয়েই ঘায়েল করার পরিকল্পনা করছেন অসিদের।
ইলিয়াস জোর দিয়েই বলেন, তারা অন্য যেকোনো দলের বিপক্ষে খেলার মতোই আচরণ করবে। ভয় পাবে না অস্ট্রেলিয়াকে। ‘এটা আরেকটা ম্যাচের মতো, আমার মনে হয় না আমরা কোনো অসাধারণ কারো বিপক্ষে খেলতে যাচ্ছি। আমার খেলোয়াড়দের গিয়ে বলতে হবে না, তোমরা মিচেল স্টার্কের বিপক্ষে খেলবে। কোনো শীর্ষ ব্যাটসম্যান কিংবা বোলারের বিপক্ষে খেলতে গেলে এটা এরই মধ্যে আপনার মাথায় চলে আসে। ম্যানেজমেন্ট ইতিবাচক। কোচ ইতিবাচক আছেন, তিনি বলেছেন তাদের (অস্ট্রেলিয়ার) নামও মুখে নেয়ার প্রয়োজন নেই। যদিও আমরা তাদের সম্মান করি।’
ইলিয়াস স্পষ্ট করেছেন, এটিকে সম্মানের অভাব হিসাবে নেয়া উচিত নয়, বরং ওমানকে বিশ্বাস করতে হবে, তারা একটি পাওয়ার হাউজ পক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
কেনসিংটন ওভালে যে ম্যাচে ওমান হেরেছিল নামিবিয়ার কাছে সেটি ছিল এটি একটি জটিল পিচ। যেখানে অসম বাউন্স ও স্পিন ভালো করেছিল। যদিও দিনের বেলা ব্যাটিং করা সহজ দেখায়। কারণ স্কটল্যান্ড ওপেনাররা বৃষ্টি আসার আগে ইংল্যান্ডের বিপক্ষে তা করে দেখিয়েছে। অস্ট্রেলিয়া সম্পর্কে ইলিয়াস বলেন, এটা শুধুই একটা দল। আমরা ও তারা একই জায়গায় আছি। আমরা কোয়ালিফাই করেছি, তারাও করেছে। চ্যাম্পিয়ন তো এক দল হবেই- এটা খুব বেশি পার্থক্য তৈরি করবে না।’


আরো সংবাদ



premium cement
দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক মহিপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত আহত বেল্লাল স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশের আ’লীগ পাক বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে : শফিকুল আলম নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ

সকল