হারের দায় নিলেন নেপালের অধিনায়ক
- ক্রীড়া প্রতিবেদক
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
নেদারল্যান্ডসের বিপক্ষে ২১ বছর ২৭৬ দিন বয়সে নেতৃত্ব দিয়ে রেকর্ড দখলে নিলেন নেপালের রোহিত পাউডেল। এতে তিনি ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে জিম্বাবুয়ের প্রসপার উৎসেয়ার ২২ বছর ১৭০ দিন বয়সে নেতৃত্বের রেকর্ড ভাঙেন।
বৈশ্বিক এই আসরের সপ্তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল নেপাল। উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যাক্স ও’দাউদের দুর্দান্ত ইনিংসে ভর করে ৬ উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে ডাচরা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে ৮ বল বাকি থাকতে জয় পায় নেদারল্যান্ডস।
স্টেডিয়ামটি পুরো দখলে ছিল নেপালি সমর্থকদের। মনে হয়েছিল ম্যাচটা বুঝি নেপালের ত্রিভুবনে। পুরো এক দশক পর টি-২০ বিশ্বকাপের মূলপর্বে খেলছে নেপাল। পরশুর ম্যাচটিতে ডাচদের বিপক্ষে তিন তিনটে ক্যাচ মিস করেছেন আসিফ শেখ, সোমপাল কামি আর অধিনায়ক রোহিত। ক্যাচগুলো নিতে পারলে ফলাফল ভিন্ন হতে পারতো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা