১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হারের দায় নিলেন নেপালের অধিনায়ক

-

নেদারল্যান্ডসের বিপক্ষে ২১ বছর ২৭৬ দিন বয়সে নেতৃত্ব দিয়ে রেকর্ড দখলে নিলেন নেপালের রোহিত পাউডেল। এতে তিনি ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে জিম্বাবুয়ের প্রসপার উৎসেয়ার ২২ বছর ১৭০ দিন বয়সে নেতৃত্বের রেকর্ড ভাঙেন।
বৈশ্বিক এই আসরের সপ্তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল নেপাল। উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যাক্স ও’দাউদের দুর্দান্ত ইনিংসে ভর করে ৬ উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে ডাচরা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে ৮ বল বাকি থাকতে জয় পায় নেদারল্যান্ডস।
স্টেডিয়ামটি পুরো দখলে ছিল নেপালি সমর্থকদের। মনে হয়েছিল ম্যাচটা বুঝি নেপালের ত্রিভুবনে। পুরো এক দশক পর টি-২০ বিশ্বকাপের মূলপর্বে খেলছে নেপাল। পরশুর ম্যাচটিতে ডাচদের বিপক্ষে তিন তিনটে ক্যাচ মিস করেছেন আসিফ শেখ, সোমপাল কামি আর অধিনায়ক রোহিত। ক্যাচগুলো নিতে পারলে ফলাফল ভিন্ন হতে পারতো।


আরো সংবাদ



premium cement