ফারুকির তোপে বড় জয় আফগানিস্তানের
- ক্রীড়া ডেস্ক
- ০৫ জুন ২০২৪, ০০:০৫
টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা উগান্ডাকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করা আফগানদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৮৩ রান। বড় লক্ষ্যকে তাড়া করতে নেমে ফজলহক ফারুকির প্রথম বলেই বাউন্ডারি পান রোনাক প্যাটেলের। পরের দুই বলেই দুই উইকেট তুলে নিলেন তিনি। এরপর নিলেন আরো তিন উইকেট। বাঁ হাতি এই পেসারের বোলিং তোপে ৫৮ রানেই অলআউট হয় উগান্ডার। ৪ ওভারে ৯ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ফারুকি।
গায়ানায় এর আগে পূর্ব আফ্রিকার দেশটি গতকাল টস জিতে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তানকে। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে বড় ভিত গড়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি। উদ্বোধন জুটিতেই ১৫৪ রানের সংগ্রহ। বিশ্বকাপে এর চেয়ে বড় জুটি আছে মাত্র একটি। গত আসরে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও জস বাটলারের অবিচ্ছিন্ন জুটি ছিল ১৭০ রানের। এরপর জাদরান ৪৬ বলে ৭০ রান করে অধিনায়ক মাসাবার বলে বোল্ড হয়ে ফেরেন। পরের ওভারে গুরবাজকে থামান রামজানি। ততক্ষণে বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলে ৪৫ বলে ৭৬ রান করে ফেরেন তিনি।
শেষ ৬ ওভারে একটিও বাউন্ডারি মারতে পারেনি আফগান ব্যাটাররা। হারিয়েছে ৫ উইকেট আর রান আসে মাত্র ৩১ রান। যেখানে মনে হয়েছিল বাকি ওভারে দলীয় স্কোর দুই শ’র কাছে যাচ্ছিল। টি-২০ শেষ ৬ ওভারে কোনো চার মারতে না পারার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০০৯ সালে কলম্বোতে শ্রীলঙ্কা শেষ ৬ ওভারে একটিও বাউন্ডারি মারতে পারেনি। ফলে নিউজিল্যান্ডের কাছে ৩ রানে হার।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই দ্বিতীয় উইকেট হারায়। ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বিশ্বকাপে নবাগত দলটি। ১৩তম ওভারে দ্বিতীয় স্পেলে ফারুকি এসে প্রথম দুই বলে ফেরান রিয়াজাত আলি শাহ ও মাসাবাকে। ম্যাচে দ্বিতীয়বার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও তা করতে পারেননি ফারুকি। তবে ওভারের শেষ বলে আরেক ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠিয়ে ৫ উইকেট পূর্ণ করেন তিনি। ১৬ ওভারেই অলআউট হয় উগান্ডা। আন্তর্জাতিক টি-২০তে এটিই উগান্ডার সর্বনিম্ন স্কোর। অবশ্য টি-২০ বিশ্বকাপে এর চেয়ে কম রানে অলআউট হওয়ার নজির আছে শুধু দুই দেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ ও ৪৪ রানে নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে ওয়েস্ট ইন্ডিজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা