১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সৌম্যের চাওয়া ফাইনাল

-

এবারের টি-২০ বিশ্বকাপ শুরুর আগে থেকেই হতশ্রী পারফরম্যান্স করছে বাংলাদেশ। ব্যাট হাতে একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন সৌম্য সরকারও। তবুও টি-২০ বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৌম্য। এমনকি বাংলাদেশ কোনোভাবে সেমিফাইনাল খেলে ফিরলেও খুশি নন তিনি। তার চাওয়ায় আছে ফাইনাল।
বিশ্বকাপ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও ৬০ রানে হারে বাংলাদেশ। সবমিলিয়ে দলের অবস্থা ভালো নয়। তবুও আশার আলো দেখছেন সৌম্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবসময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলব ফাইনাল খেলতে যাবো। তারপরে রেজাল্টের কথা আসবে। মাঠে ভালো খারাপের উপর ফলাফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা চাইব নিজেদের সেরাটা দেয়ার।’
টি-২০ বিশ্বকাপ জিতে ২০২৪ সাল রাঙিয়ে দিতে চান সৌম্য। মূলত দলে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকায় আশার আলো দেখছেন তিনি। ‘খেলোয়াড় হিসেবে যেকোনো বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়, ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবারও সেরকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করব ২০২৪ সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি।’
তিনি যোগ করেন, ‘শান্ত নতুন অধিনায়ক, সাকিব ভাই, রিয়াদ ভাই আছে, আমরাও অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসাথে করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারব।’
এ দিকে সৌম্যের মতোই ব্যাট হাতে বাজে ফর্ম যাচ্ছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। এমন অবস্থায় দলকেও নেতৃত্ব দিতে হচ্ছে শান্তকে। দুর্দিনে তার পাশে দাঁড়ালেন সৌম্য। ‘শেষ শ্রীলঙ্কা সিরিজে একসাথে ছিলাম। দেখেছি সে (শান্ত) পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করেছে। আশা করি সবকিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা, আশা করব সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দেবে।’
ব্যাটারদের রান নিয়ে সৌম্যর উক্তি, ‘একজন ব্যাটার যেখানেই রান করুক সেটা তার কনফিডেন্ট বিল্ডাপ করে। রান না করলে কখনোই একটা ব্যাটারের কনফিডেন্ট বিল্ডাপ হয় না। অবশ্যই এটা মেন্টালি সাপোর্ট করবে।’
সমর্থকরা যেন বাংলাদেশ দলকে খারাপ সময়েও সাপোর্ট করে এবং পাশে থাকে এমনটাই আশা করেন তিনি, ‘খেলায় তো আপস এন্ড ডাউন থাকেই, সবকিছু মিলিয়ে দর্শকরা যেন তাদের দিক থেকে এটাকে উৎসব হিসেবে নেয়। আমরা প্লেয়াররা আমাদের সেরাটা দিবো যেন তার মধ্য থেকেই যেন তারা আনন্দ খুঁজে নিতে পারে।’

 


আরো সংবাদ



premium cement
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা

সকল