সহজ জয় দক্ষিণ আফ্রিকার
- ক্রীড়া প্রতিবেদক
- ০৪ জুন ২০২৪, ০০:২১
টসে জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটা হয়তো সঠিক হবে মনে করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৯.১ ওভারে যখন দল ৭৭ রানে অলআউট এবং দলের তিনজন ডাবল ফিগারে যেতে পারা ( তাও তা ২০ এর নিচে), শূন্য রানে চার ব্যাটারের প্যাভিলিয়নে ফেরা তখনই স্পষ্ট কী ভুলই না করেছিলেন লঙ্কান অধিনায়ক। টি-২০ বিশ্বকাপে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকান বোলারদের কাছে এভাবেই নাকাল হতে হয় শ্রীলঙ্কাকে। এনরিচ নটর্জে সাত রানে চার উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন এশিয়ান প্রতিপক্ষকে। কেশব মহারাজ ২২ রানে দুটি এবং কাগিশো রাবাদা ২১ রানে দুই উইকেট নিয়ে প্রোটিয়াদের জয়ের ভিত গড়ে দেন। এক উইকেট নেন ওটিনেইল বার্টম্যান। এরপর বাকি কাজটা করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। ফলে ছয় উইকেটের সহজ জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু আফ্রিকান প্রতিনিধিদের।
টি-২০তে যেখানে ২০০ রানও নিরাপদ নয় সেখানে পৌনে একশত রান কোনোভাবেই ফাইট করার মতো পুঁজি হতে পারে না। এরপরও লঙ্কার বোলাররা ২৩ রানে প্রতিপক্ষের দুই উইকেট নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দেন। এরপর হাসারাঙ্গা ১১ ও ১৩তম ওভারে কুইনটন ডি কক (২০) এবং ট্রিস্তান স্টুভকে (১৩) আউট করলেও তাতে ক্ষণিকের আনন্দ ছাড়া কোনো লাভই হয়নি। হেররিখ ক্লাসেন ১৯ ও ডেভিড মিলার ছয় রানে অপরাজিত থেকে দলকে ১৬.২ ওভারে ৮০ রান তুলে জয় এনে দেন। এ ছাড়া রেজা হেনরিখচ চার ও অধিনায়ক এইডেন মার্করাম ১২ রান করেন। হাসারাঙ্গা ২২ রানে দুই উইকেট এবং নুয়ান থুসারা ও দাসুন শানাকা একটি করে উইকেট নেন।
শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ১৯ রান আসে উইকেটরক্ষক ব্যাটার কুশাল মেন্ডিসের ব্যাট থেকে। এ কিপার অবশ্য একটি ক্যাচ ছাড়েন। এ ছাড়া কামিন্দু মেন্ডিস ১১ ও অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৬ রান করেন। রানরে খাতা খোলার আগেই আউট হাসারাঙ্গা, সামারাবিক্রমা, মাথিশ পাথিরানা ও নুয়ান থুসারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা