১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফাইনালে বাংলাদেশ ও নেপাল

-

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ ও নেপাল। আজ বিকেল ৪টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দল দু’টি।
গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে তিনটি লোনাসহ ৪১-১৮ পয়েন্টে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয় লাল-সবুজের দল। এ নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিলো দলটি। ম্যাচ সেরা হন আরদুজ্জামান মুন্সি। দ্বিতীয় সেমিতে নেপাল ও কেনিয়ার ম্যাচটি নির্ধারিত সময়ে ৫০-৫০ পয়েন্টে ড্র ছিল। তবে টাইব্রেকারে নেপাল ৯-৫ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সাথী হয়। ম্যাচ সেরার হন নেপালের ঘনশ্যাম রোকা মাগার।

 


আরো সংবাদ



premium cement