০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

যে পাঁচ তরুণে চোখ

-

ইতোমধ্যেই অবসান ঘটেছে মহেন্দ্র সিং ধোনি, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিংদের মতো ক্রিকেট বোদ্ধাদের। তবে চোখ আছে জসওয়াল, রাচীন রবিন্দ্রর মতো উঠতি তারকাদের। এবারের টি-২০ বিশ্বকাপে বড় চমক হিসেবে থাকছেন বিভিন্ন দেশের বিভিন্ন তরুণ। প্রতি আসরেই ফোকাসে থাকেন কিছু তরুণ খেলোয়াড়। তাদের অনেকেই আসর শুরুর আগেই থাকেন জনপ্রিয়তার শীর্ষে। আগামীকাল বেজে উঠবে টি-২০ বিশ্বকাপের দামামা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পর্দা উঠবে বিশ্বকাপের নবম আসরের। প্রতিবারের মতো এবারের আসরেও স্পটলাইটে দেখা যাবে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য পাঁচজন হলেন-
যশস্বী জসওয়াল (ভারত)
আসন্ন বিশ্বকাপের মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের হয়ে আইসিসির কোনো ইভেন্টে খেলবেন ২২ বছর বয়সী জসওয়াল। এমনকি বিশ্বকাপে রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে জুটি গড়ার জোর সম্ভাবনা রয়েছে তার। ২০২৩ সালে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট অভিষেকে ১৭১ রান করে শুরুতেই হইচই ফেলে দিয়েছিলেন এই তরুণ। এরপর ভারতের হয়ে ৯ টেস্ট এবং ১৭ টি-২০ খেলেছেন। আর ২০২৪ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১৫ ইনিংসে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ১৫৫ স্ট্রাইক রেটে ৪৩৫ রান করেছেন।
রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)
গত বছর ওয়ানডে বিশ্বকাপে কিউইদের হয়ে ভারতে এসে চমক দেখিয়েছেন রাচিন রবীন্দ্র। তিনটি সেঞ্চুরি ও দু’টি হাফসেঞ্চুরিতে টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ ৫৭৮ রান করেন। এতে গেল বছর আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারে ভূষিত হন তিনি। যদিও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। ১০ ম্যাচে ২২ গড় ও ১৬০ স্ট্রাইক রেটে করেন ২২২ রান। তবে বিশ্বকাপেও পুরনো রবীন্দ্রকে দেখার প্রত্যাশা নিউজিল্যান্ডের।

উইল জ্যাকস (ইংল্যান্ড)
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন উইল জ্যাকস। সদ্য শেষ আসরটিতে খুব ভালো ছন্দেও ছিলেন এই ইংলিশ অলরাউন্ডার। একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ৩২.৮৬ গড় এবং ১৭৫.৫৭ স্ট্রাইক রেটে ৮ ম্যাচে ২৩০ রান করেছেন। আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৪১ বলে অপরাজিত ১০০ রানের নান্দনিক ইনিংস খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জ্যাকস। জাতীয় দলে অভিষেক হয় ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে। ইংলিশদের হয়ে এখন পর্যন্ত ২০ ওভারের খেলায় ১২ ম্যাচে ২১৮ রান করেছেন ২৫ বছর বয়সী জ্যাকস।
ট্রিস্টান স্টাবস (দক্ষিণ আফ্রিকা)
দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি আসরে ভালোই আলো ছড়িয়েছেন প্রোটিয়া ক্রিকেটার ট্রিস্টান স্টাবস। ১৩ ইনিংসে ৫৪ গড়ে মোট ৩৭৮ রান করেন। সাথে তিনটি অর্ধ শতক হাঁকানো এই ব্যাটারের স্ট্রাইক রেট ১৯০। দেশের হয়ে ১৭টি টি-২০তে ১৫৫ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেছেন। আইপিএলর ফর্ম আসন্ন বিশ্বকাপেও নিজের পারফরম্যান্স অব্যাহত রাখবেন স্টাবস, এমনটাই প্রত্যাশা দক্ষিণ আফ্রিকার।
রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ২২ বছর বয়সী গুরবাজ নিজেকে মেলে ধরার খুব একটা সুযোগ পাননি। কেননা গ্রুপ পর্বের পুরো সময়টায় ইংলিশ উইকেটরক্ষক ফিল সল্ট দুর্দান্ত খেলে যাওয়ায় সুযোগ হয়নি গুরবাজের। তবে লিগের শেষ দিকে সল্ট দেশে ফিরে যাওয়ায় আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়ে তিন ম্যাচে ৬২ রান করেন। এর মধ্যে ফাইনালে উইকেটের পেছনে তিনটি ক্যাচ ও ৩৯ রানের ইনিংস খেলেন। তাই টি-২০ বিশ্বকাপেও আফগান দলের গুরুত্বপূর্ণ এই সদস্যের প্রতি অনেক প্রত্যাশা থাকবে।

 


আরো সংবাদ



premium cement
শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ ইসরাইলিদের ফিলিস্তিন ত্যাগ করতে হবে : ইয়েমেন কিশোরগঞ্জে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন বিষয়ে মতবিনিময় কুয়কাটায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘পর্যটন মেলা’ প্লাস্টিকের বোতল স্বাস্থ্য এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি করছে স্ত্রীসহ সাবেক এমপি শিখরের নামে দুদকের দুই মামলা খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় সিলেটে তাফসির মাহফিল বৃহস্পতিবার, প্রধান আলোচক মিজানুর রহমান আজহারি রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী কুখ্যাত গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি ১১ ইয়েমেনির ৫ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক : মুখপাত্র শিখা

সকল