পরিসংখ্যানে বিশ্বকাপ
- ক্রীড়া প্রতিবেদক
- ০২ জুন ২০২৪, ০১:১৮
টি-২০ বিশ্বকাপের নবম আসর শুরু আজ ভোরেই। রাত পোহালেই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। যেখানে অংশ নিচ্ছে ২০ দল। প্রথমবারের মতো এতগুলো দল নিয়ে ইভেন্ট পরিচালনা করবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ থেকে শুরু হবে ২০ ওভারের বিশ্বযজ্ঞ। যা চলবে ২৯ জুন পর্যন্ত। এ দিন ফাইনালের মধ্য দিয়ে ২৯ দিনব্যাপী ৫৫ ম্যাচের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।
উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ৯ ভেনুুতে গড়াবে এবারের বিশ্বকাপ। আসরের উদ্বোধনী ম্যাচে ডালাসে কানাডার মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। আর ৮ জুন নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এ ছাড়া গ্রুপ পর্বের সবচেয়ে বহুল কাক্সিক্ষত ম্যাচটি হবে আগামী ৯ জুন। সেদিন মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান।
টি-২০ বিশ্বকাপ নিয়ে আগ্রহের কমতি নেই পাঠকদের। যৎসামান্যই তুলে ধরা হলো তাদের জন্য :
রোল অব অনার
সাল চ্যাম্পিয়ন রানার্সআপ
২০০৭ ভারত পাকিস্তান
২০০৯ পাকিস্তান শ্রীলঙ্কা
২০১০ ইংল্যান্ড অস্ট্রেলিয়া
২০১২ ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা
২০১৪ শ্রীলঙ্কা ভারত
২০১৬ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড
২০২১ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
২০২২ ইংল্যান্ড পাকিস্তান
সর্বোচ্চ দলীয় ইনিংস
রান দল বিপক্ষ ভেনু সাল
২৬০/৬ শ্রীলঙ্কা কেনিয়া জোহানেসবার্গ ২০০৭
২৩০/৮ ইংল্যান্ড দ:আফ্রিকা মুম্বাই ২০১৬
২২৯/৪ দ:আফ্রিকা ইংল্যান্ড মুম্বাই ২০১৬
২১৮/৪ ভারত ইংল্যান্ড ডারবান ২০০৭
২১১/৫ দ:আফ্রিকা স্কটল্যান্ড ওভাল ২০০৯
সবচেয়ে বেশি ম্যাচ
ম্যাচ নাম দেশ
৩৯ রোহিত শর্মা ভারত
৩৬ সাকিব বাংলাদেশ
৩৫ তিলকরতেœ দিলশান শ্রীলঙ্কা
সবচেয়ে বেশি ছক্কা
ছক্কা নাম দেশ
৬৩ ক্রিস গেইল উইন্ডিজ
৩৫ রোহিত শর্মা ভারত
৩৩ যুবরাজ সিং ভারত
৩৩ জস বাটলার ইংল্যান্ড
৩১ শেন ওয়াটসন অস্ট্রেলিয়া
সবচেয়ে বেশি রান
নাম ম্যাচ রান সর্বোচ্চ
বিরাট কোহলি ২৭ ১১৪১ ৮৯*
মাহেলা জয়াবর্ধনে ৩১ ১০১৬ ১০০
ক্রিস গেইল ৩৩ ৯৬৫ ১১৭
রোহিত শর্মা ৩৯ ৯৬৩ ৭৯*
তিলকরতেœ দিলশান ৩৫ ৮৯৭ ৯৬*
সবচেয়ে বেশি উইকেট
নাম ম্যাচ উই সেরা
সাকিব ৩৬ ৪৭ ৪/৯
শহিদ আফ্রিদি ৩৪ ৩৯ ৪/১১
লাসিথ মালিঙ্গা ৩১ ৩৮ ৫/৩১
সাঈদ আজমল ২৩ ৩৬ ৪/১৯
অজন্তা মেন্ডিস ২১ ৩৫ ৬/৮
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা