ফের নাভিদ নেওয়াজেই আস্থা বিসিবির
- ক্রীড়া প্রতিবেদক
- ০২ জুন ২০২৪, ০১:১৭
সাউথ আফ্রিকায় ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। আকবর আলীদের দলের সেই যাত্রায় দলটির হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাভিদ নেওয়াজ। আবারো অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে বাংলাদেশে ফিরছেন তিনি।
এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এবার অবশ্য নাভিদ আরেকটি বাড়তি দায়িত্ব পালন করবেন। বয়সভিত্তিক দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন এই শিরোপাজয়ী কোচ। দুই বছরের চুক্তিতে এবার বাংলাদেশে আসছেন এই কোচ।
২০১৮ সালের জুলাইতে নাভিদ বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হয়ে এসেছিলেন। ২০২০ সালেই দলকে জেতান বিশ্বকাপ। শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবদের মতো সেই বিশ্বকাপজয়ী দলের কয়েকজন সদস্য বর্তমানে জাতীয় দলের বিভিন্ন ফরম্যাটে খেলছেন। বিশ্বকাপ জেতানোর পর অবশ্য সেভাবে কাজ করার সুযোগ পাননি নাভিদ। করোনার কারণে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ক্রিকেট বন্ধ ছিল লম্বা সময়। এরপর ২০২২ নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নেন তিনি।
দুই বছর পর সেই নাভিদকে আবারও অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ বানিয়ে ফিরিয়ে আনছে বিসিবি। ইদুল আজহার পর আগামী ১ জুলাই থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি। এর আগেই চলে আসবেন বাংলাদেশে। নাভিদ চলে যাওয়ার পর বাংলাদেশ যুবাদের এশিয়া কাপ জিতেছে। এ সময় যুবাদের হেড কোচ ছিলেন স্টুয়ার্ট ল। ব্যাটিং কোচ ছিলেন ওয়াসিম জাফর। স্টুয়ার্ট ল পরে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা