১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাত্তাই পেল না বাংলাদেশ

বাংলাদেশ ০-৪ চাইনিজ তাইপে
-


৬২ মিনিটে মনিকা চাকমার ক্রস চাইনিজ তাইপের ক্রসবারে লেগে বাইরে যায়। আর ইনজুরি টাইমে সানজিদার শট ক্রসবারে বাতাস দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ১০০ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের বিপক্ষে গতকাল কিংস এরিনায় বাংলাদেশ দলের আক্রমণ ছিল এই দু’টিই। এর আগেই প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যায় ফিফা র্যাংকিংয়ে ৪০-এ থাকা দলটি। বিরতির পর অবশ্য ১৪০ এ থাকা লাল-সবুজ মেয়েরা ভালোই লড়াই করে। গোলের দু’টি চান্স এ কারণেই। অবশ্য এর পরও বছরের প্রথম ফিফা প্রীতিম্যাচ খেলতে নেমে তিক্ত অভিজ্ঞতা হলো বাংলাদেশ নারী দলের। দুই অর্ধে দাপট দেখিয়ে চাইনিজ তাইপে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশের একাদশে মিডফিল্ডার মুনকি আক্তারের অভিষেক হয়েছে। শুরু থেকে ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে বাংলাদেশ হাইলাইন ডিফেন্স করে খেলতে থাকে। কিন্তু গোলের আক্রমণ সেভাবে করতে পারেনি। বল নিয়ে অন্য প্রান্তে গেলেও চাইনিজ তাইপের শারীরিক গঠনের কাছে অনেকটাই পিছিয়ে থাকতে হয়েছে।

চাইনিজ তাইপে স্বাগতিকদের ভুলের সুযোগ নিয়ে শুরুর ২৬ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায়।
ম্যাচের ১১ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করে বাংলাদেশ। রক্ষণের ভুলে গোল হয়। অফ সাইড ট্র্যাপ ভেদ করে থিং চিয়ার পাসে ডিফেন্ডার আফেইদা খন্দাকর পায়ের মাঝ দিয়ে বল পেয়ে যান সু ইউ। বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়ে গিয়ে গোলকিপারের পাশ দিয়ে নিঁখুত নিশানাভেদ করেন এই ফরোয়ার্ড।
১৮ মিনিটে তাইপে ব্যবধান দ্বিগুণ করে। ই ইয়ুনের মাপা কর্নার থেকে আনমার্কড সু সিন ইয়ুন জায়গা দাঁড়িয়েই জোরালো হেডে গোলকিপারকে পরাস্ত করেন।
২৬ মিনিটে চাইনিজ তাইপে স্কোরলাইন ৩-০ করে। ফ্রি কিক থেকে হু সুয়ান পা ছুঁয়ে দেন। এতে অবশ্য দায় ছিল গোলরক্ষক রুপনা চাকমার।
বিরতির পর সাবিনার জায়গায় সানজিদা নামেন। ৫৬ মিনিটে চাইনিজ তাইপে স্কোরলাইন ৪-০ করে। গোলদাতা সু ইউ। এতে হারেই বাংলাদেশ মহিলা দলে অভিষেক ব্রিটিশ কোচ জেমস বাটলারের। যদিও এ হারে অসন্তুষ্ট নন কোচ বাটলার। তার মতে, ‘ফুটবলারদের লড়াইয়ে আমি খুশি। এর মাধ্যমে মহিলা ফুটবলে নতুন যুগের সূচনা হলো।’ দুই দলের দ্বিতীয় প্রীতিম্যাচটি হবে ৩ জুন একই ভেনুতে।

 


আরো সংবাদ



premium cement
মুক্তিযোদ্ধা সমাবেশ স্বশরীরে থাকবেন খালেদা জিয়া শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সকল