১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন মুখ সুজন বাদ জিকো

সুৃজন হোসেন -

অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে দুই বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য ২৬ জনকে ক্যাম্পে ডেকেছেন কোচ হাভিয়ার কাবরেরা। এই দলে নেই গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তার জায়গায় প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। ফিরে এসেছেন শেখ মোরসালিন। সাথে মেহেদী হাসান মিন্টু, সুশান্ত ত্রিপুরা, রিমন হোসেন এবং তারিক কাজীও ফিরেছেন সিনিয়র জাতীয় দলে। আজই জাতীয় দলের অনুশীলন শুরু হবে কিংস এরিনায়। বাদ পড়েছেন দুই ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম এবং সুমন রেজাও।
দলের তিন গোলরক্ষক মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন। ডিফেন্সে তপু, বিশ্বনাথ, রহমত, ঈসা ফয়সাল, শাকিল, সাদ উদ্দিনদের সাথে আছেন মেহেদী, সুশান্ত, রিমন ও তারিক কাজী। মিডফিল্ডে দুই সোহেল রানার সাথে ক্যাম্পে উঠছেন হৃদয়, মজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূঁইয়া ও সৈয়দ শাহ কাজেম কিরমানী।
আক্রমনভাগে শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, শাহরিয়ার ইমনের সাথে আছেন রফিকুল ইসলাম ও রাব্বী হোসেন রাহুল।
সুজনের ছোট ভাই পাপ্পু হোসেন আগেই জাতীয় দলের ডাক পেয়েছিলেন। এবার তিনি পাননি। সুজন ও পাপ্পুর মামা সোহেল রানা প্রতিবারের মতো এবারো জাতীয় দলে আছেন। তবে এবার সুজন ও সোহেল রানার মত পাপ্পুও যদি ডাক পেতেন ক্যাম্পে তাহলে সেটি হতো একটি রেকর্ড।


আরো সংবাদ



premium cement