হকিতে টেকনিক্যাল ডিরেক্টর পিটার রাচ
- ক্রীড়া প্রতিবেদক
- ৩০ মে ২০২৪, ০০:০৫
বাংলাদেশের হকির পুরনো বন্ধু পিটার গেরহার্ড রাচ। জাতীয় দলের সাবেক কোচ। ছিলেন ক্লাব ফুটবলেও। এই জার্মান বর্ষীয়ান কোচের হাত ধরেই ইউরোপিয়ান লিগে খেলার সুযোগ হয়েছিল জিমি-চয়নদের। এবার জার্মান লিগে খেলতে গেছেন রোমান সরকার, মাহাবুব হোসেন এবং সোহানুর রহমান সবুজ। তা পিটারের কল্যাণেই। এই কারণেই বাংলাদেশের হকি ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগের ক্ষেত্রে পিটারই হন একমাত্র পছন্দ। তাকে এক বছরের জন্য চুক্তিবদ্ধ করতে যাচ্ছে ফেডারেশন। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফেডারেশন সেক্রেটারি মমিনুল হক সাঈদ। পিটার এখন রোমানদের মতো জাতীয় দলের ২১ খেলোয়াড়কে ইউরোপের চারটি দেশে নিয়ে যাবেন অনুশীলন এবং ম্যাচ খেলার জন্য। পরে সব মিলিয়ে ৫০ জনের মতো খেলোয়াড় যাবেন ইউরোপে। এরপর তাদের সুযোগ মিলবে জার্মানি, ইতালি, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের লিগে খেলার। আগস্টে পোল্যান্ড যাবেন হকি খেলেয়োড়রা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা