তাইপের বিপক্ষে ইনজুরি আক্রান্ত সাবিনারা
- ক্রীড়া প্রতিবেদক
- ৩০ মে ২০২৪, ০০:০৫
হাই র্যাংকিং দলের বিপক্ষে আগেও জিতেছে বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল। আগামীকাল ও ৩ জুন লাল-সবুজ মেয়েদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা তাইওয়ানিজদের র্যাংকিং ৪০। সেখানে ২০২২ এর সাফ চ্যাম্পিয়নরা আছে ১৪০। এর পরও যোজন যোজন দূরে অবস্থান করা দলটির বিপক্ষে সাবিনারা যে লড়াই করবে সেই শক্তিও এখন নেই বলতে গেলে। গত পরশু মহিলা লিগ শেষ হয়েছে। এই লিগ খেলে একেতো ফুটবলাররা ক্লান্ত। সাথে যোগ হয়েছে ইনজুরি। এই মাত্রা এতটাই বেশি যে পূর্ণ সুস্থ ১১ জনকে পাওয়া নিয়েই টেনশনে কোচ পিটার জেমস বাটলারের। এর পরও পূর্ব এশিয়ার দলটির বিপক্ষে ভালো করার টার্গেট বাংলাদেশ দলের। কিংস এরিনায় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে এই দুই ম্যাচ।
ক্লাবের পক্ষে লিগ খেলার পাশাপাশি সাবিনাদের নিয়মিত জাতীয় দলের অনুুশীলন করতে হয়েছে। এর ধকলই সইতে হচ্ছে ফুটবলারদের। এ ছাড়া জাতীয় দলের ফুটবলারদের প্র্যাকটিস করানোর সুযোগ ছিল না। সাথে ক্লাব কোচদের চরম দায়িত্বহীনতা। অতি দুর্বল দলের বিপক্ষে পূর্ণশক্তির দল নামিয়ে বিপদে ফেলেছেন খেলোয়াড়দের। পরশু নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির মারিয়া মাণ্ডা চোট পান ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে। ফলে তাকে বাদ দিয়েই কাল ২৩ জনের দল ঘোষণা করেন বাটলার। মারিয়ার বদলে প্রথমবারের মতো কোনো জাতীয় দলের সহকারী অধিনায়ক হয়েছেন শিউলী আজিম। পরশুর ১৩-০ গোলে জয়ের ম্যাচে মাথা ফেটে যায় গোলরক্ষক রুপনা চাকমার। যদিও শেষ পর্যন্ত রুপনা খেলবেন বলে আশাবাদ কোচ পিটারের।
কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাতে টেন্সপ্যাড লাগিয়ে হাজির হন অধিনায়ক সাবিনা। মানে তিনি শতভাগ ফিট নন। মারিয়ার মতোই ইনজুরির জন্য বাদ কৃষ্ণা রানী সরকার। মাছুরা পারভীনের হাতে টিউমার। মনিকা এবং নীলারও ইনজুরি আছে। সানজিদা ও ছোট শামসুন্নাহারও পুরোপুরি ফিট নন। তাদের নিয়েই জাতীয় দল প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে তাইওয়ানের। উল্লেখ্য এর আগে বয়সভিত্তিক দলে দুই দলের দেখা হয়েছিল।
অবশ্য দলে এত সমস্যা থাকা সত্ত্বেও কোচ বাটলার আর্মি স্পোর্টসের গোলরক্ষক মিলি এবং লিগের সেরা খেলোয়াড় হওয়া সুলতানাকে ডাকেননি। ইতিও উপেক্ষিত। এদের জাতীয় দলের ক্যাম্পে দেখার সময় নেই বলেই নেয়া হয়নি। জানান কোচ। এই দুই ম্যাচের জন্য জাতীয় দলে প্রথমবারর মতো ডাক পেয়েছেন মুনকি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি, সাগরিকা এবং গোলরক্ষক ইয়ারজান বেগম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা