১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোলেমানের কাছে দলের জয়ই মুখ্য

-

আজ শেষ হচ্ছে এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আজ ৫ ম্যাচের মধ্যে গোপালগঞ্জে বিকেল ৪টায় হতে যাওয়া ঢাকা আবাহনী ও মোহামেডানের ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিগ রানার্সআপ হতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। অন্য দিকে ড্র দরকার মোহামেডানের। দুই দলের পয়েন্ট ৩২ হলেও গোল পার্থক্যে এগিয়ে সাদাকালোরা। সে সাথে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে আছেন আবাহনীর কার্নেলিয়াস স্টুয়ার্ট ও মোহামেডানের সোলেমান দিয়াবাতে। ১৯ গোল কার্নেলিয়াসের। সোলেমানের গোল ১৭টি। আজ আবাহনীর ফরোয়ার্ড গোল না পেলে এবং সোলেমাসন হ্যাটট্রিক করলে তিনিই হবেন সবচেয়ে বেশি গোলের মালিক। আবাহনীর বিপক্ষে গত বছর ফেডারেশন কাপের ফাইনালে ৪ গোল করে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যান সোলেমান। এরপর টাইব্রেকারে জয়। তবে আজ নিজের গোল নিয়ে ভাবছেন না মোহামেডানের এই মালির স্ট্রাইকার। বরং তার মতে, আমি চাই দলের জয়। আবাহনীকে হারিয়ে রানার্সআপ হওয়া। সেটিতেই ফোকাস করছি। অন্য কিছুতে নয়।


আরো সংবাদ



premium cement