বোলারদের ওপর তাণ্ডবের আইপিএল
- ক্রীড়া ডেস্ক
- ২৮ মে ২০২৪, ০০:০০
২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজ হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের ফ্রাঞ্চাইজিটি ছিল বোলারদের জন্য দুঃস্বপ্নের। তাণ্ডবের চলতি এই আসরে সব মিলিয়ে মাত্র ৯টি মেডেন পেয়েছেন বোলাররা। এক মৌসুমে যেটি সর্বনিম্ন। এর আগে ২০০৯-১০ ও ২০১৭ সালে এক মৌসুমে যৌথভাবে সর্বনিম্ন মেডেন ওভার ছিল ১৩টি করে। এবারের মৌসুমে ওভারপ্রতি রানের দিকে তাকালেও বোঝা যায়, কি ঝড়ই না বয়ে গেছে বোলারদের ওপর। প্রতি ওভারে রানের গড় ছিল ৯.৫৬। আইপিএলের এক মৌসুমে যা সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল গত মৌসুমে ওভারপ্রতি ৮.৯৯ রান।
আইপিএল শুরু হয়েছিল গত ২২ মার্চ। উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে গত পরশু কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জেতার মধ্য দিয়ে শেষ হলো এবারের টুর্নামেন্ট। বোলারদের তুলোধুনো করা আসরে দেখা গেছে ব্যাটিংয়ে নতুন সব রেকর্ড। যদিও ফাইনালে শেষ পর্যন্ত হায়দরাবাদের বিস্ফোরক ব্যাটিং হার মেনেছে কলকাতার বোলিং দাপটের কাছেই।
এবারের আইপিএলে উইকেটপ্রতি রান ছিল ২৯.৪১। যা লিগটির ইতিহাসে সর্বোচ্চ। এ মৌসুম ছাড়িয়ে গেছে ২০২০-২১ মৌসুমে উইকেটপ্রতি ২৮.৯৭ রানের রেকর্ড। ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবে বোলারদের যে পাত্তায় ছিল না, তা বোঝা যায় রেকর্ড গড়া এক হাজার ২৬০টি ছক্কায়। এর আগে ২০২৩ সালে ৭৪টি ম্যাচে হয়েছিল এক হাজার ১২৪টি ছক্কা। এবারের আইপিএলে সর্বোচ্চ ৪২টি ছক্কা হাঁকিয়েছেন হায়দরাবাদের অভিষেক শর্মা। এক মৌসুমে কোনো ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কারও রেকর্ড এটি। সব মিলিয়ে অভিষেক আছেন তালিকার ছয়ে। ছক্কার দিক দিয়ে শীর্ষে পাঁচে তিনবারই আছে ক্রিস গেইল। একবার করে আছেন জস বাটলার ও আন্দ্রে রাসেল।
২০২৩ সালের মতো ২০২৪ সালের আইপিএলও দেখেছে দুই হাজার ১৭৪টি চার। এক মৌসুমে যা যৌথভাবে সর্বোচ্চ চারের রেকর্ড। তবে ১৪ সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়ল ২০২৪ আইপিএল। আগের রেকর্ডটি ছিল ২০২৩ সালে ১২টি শতক। ব্যাটারদের সমন্বিত স্ট্রাইক রেট ছিল ১৫০.৫৮। যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ। গত মৌসুমে এটি ছিল ১৪১.৭১। দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও দেখেছে চলতি মৌসুম। গত ১৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে তিন উইকেট হারিয়ে ২৮৭ রান করা হায়দরাবাদের ইনিংসটি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর।
সদ্য শেষ হওয়া আইপিএল যে বোলারদের জন্য কতটা দুঃস্বপ্নের তা দলীয় স্কোর দেখলেও বোঝা যায়। সব মিলিয়ে এ মৌসুমে ৪১টি ২০০ রানের স্কোর দেখেছে আইপিএল। এক মৌসুমে যা সবচেয়ে বেশি। গতবার এমন স্কোর ছিল ২৩টি। এবারের আসরে শত রানের জুটি হয়েছে ২৭টি। এর আগে সর্বোচ্চ ২৪টি শতকের জুটি হয়েছিল ২০২৩ মৌসুমে। বোলাররা যে কতটা অসহায় ছিলেন, তা উইকেট পতনের দিকে তাকালেও চোখে পড়ে। এবার সব মিলিয়ে পড়েছে ৮৮৩টি উইকেট। গত তিন মৌসুমের মধ্যে এটি সর্বনিম্ন হলেও সবচেয়ে কম ৬৬৫টি উইকেট পড়েছিল ২০১৬ সালে।
আইপিএলের শেষ হওয়া পুরো আসরে বোলাররা অসহায় হলেও ফাইনালে ঠিকই জ্বলে উঠেছেন কলকাতার বোলাররা। আসরের সবচেয়ে দামি অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে নিয়ে মৌসুমের পুরোটা সবয় সমালোচনা হলেও ফাইনালে উজ্জ্বল ছিলেন তিনি। তিন ওভারে ১৪ রানের বিনিময়ে নিয়েছেন দু’টি উইকেট। আর তৃতীয়বারের মতো শিরোপা জিতল তার দল কলকাতা নাইট রাইডার্স।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা