১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোরসালিনকে ডাকছে পর্তুগালের ক্লাব

-


বাংলাদেশের ফুটবলে নতুন সেনসেশন শেখ মোরসালিন। বিকেএসপির এই ছাত্র তিন বছর ধরে আছেন দেশ সেরা ক্লাব বসুন্ধরা কিংসে। এরই মধ্যে লাল-সবুজ জার্সিতে সিনিয়র দলে চার গোল করে নিজের উজ্জ্বল ভবিষ্যতের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। সাফে শুরু তার গোল করা। সর্বশেষ গোল লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে। মালদ্বীপ, ভুটান, আফগানিস্তানের বিপক্ষে গোল করলেও লেবাননের বিপক্ষে করা গোলই বেশি স্মরণীয় তার। এই মোরসালিন এবারের এবিজি বসুন্ধরা বাংলাদেশ লিগে এখনো গোল পাননি। মধ্যে লড়তে হয়েছিল ইনজুরির সাথে। গত লিগে একটি এবং এর আগের লিগে দুই বার জালে বল পাঠানো এই ফুটবলাটির উপর দৃষ্টি পড়েছে ইউরোপের ক্লাবের। পর্তুগালের একটি ক্লাব তাকে নিতে চায়। যদি শেষ পর্যন্ত পর্তুগালের ক্লাবটি তাকে নেয়া চূড়ান্ত করে তাহলে বিষয়টি নিয়ে কথা বলবেন বর্তমান ক্লাব বসুন্ধরা কিংসের সাথে। মোরসালিন নিজেই দিলেন এই তথ্য।

বসুন্ধরা কিংসের সাথে তিন বছরের চুক্তি ফরিদপুরের এই ছেলের। চলতি বছরের নভেম্বরেই তার সাথে শেষ হবে এই চুক্তি। সিনিয়র লাল-সবুজ জার্সিতে ভালো খেলার আগেই মোরসালিনের প্রতি নজর রাখছিল বিদেশী ক্লাবগুলোর। জাতীয় দলের এই ফুটবলার তথ্য দেন, ‘২০২১ সালে জার্মানির বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছিলাম। ৬৪ জনের প্রাথমিক তালিকায় ছিলাম। কিন্তু ১৬ জনের চূড়ান্ত তালিকায় আর জায়গা হয়নি। এখন পর্তুগালের একটি ক্লাবের সাথে কথা হচ্ছে।’

মোরসালিনকে ইউরোপের লিগে খেলার স্বপ্ন দেখাচ্ছেন কোচ রে পাওয়ার। এই ব্রিটিশ কোচ আগে বিকেএসপির কোচ ছিলেন। তিনিই মোরসালিনের খেলার ভিডিও ফুটেজ বায়ার্ন মিউনিখে পাঠান। তা দেখেই প্রাথমিক টিক চিহ্ন জার্মান ক্লাবটির। জানান তিনি। এখনো পর্তুগালের ক্লাবের সাথে যোগাযোগ রক্ষা করছেন রে পাওয়ার। অবশ্য মোরসালিন সঠিক করে জানাতে পারলেন না পর্তুগালের সেই ক্লাবের নাম। শুধু জেনেছেন তাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের ক্লাবে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা চলছে। মোরসালিন উল্লেখ করলেন, এখনো বিষয়টি নিশ্চিত নয়। আমি শুনেছি আমাকে পর্তুগালের একটি ক্লাবে পাঠানোর চেষ্টা চলছে। আমিও রাজি ইউরোপে খেলতে। যদি সব ঠিকঠাক হয় তাহলে বসুন্ধরা কিংসকে বলেই আমি যাবে। এখন অপেক্ষায় আছি কোচ রে পাওয়ারের চূড়ান্ত ঘোষণার।
এর আগে বাংলাদেশের ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস নেদারল্যান্ডসের ক্লাবে ট্রায়াল দিতে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত টিকতে পারেননি।


আরো সংবাদ



premium cement