বিব্রত লজ্জিত অবাক গোবিনাথান
- ক্রীড়া প্রতিবেদক
- ২৮ মে ২০২৪, ০০:০০
বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ ছিলেন। বিকেএসপিতেও কোচিং করিয়েছেন। বয়সভিত্তিক দলের কোচও ছিলেন মালয়েশিয়ান নাগরিক গোবিনাথান কৃষ্ণমূর্তি। পরে মুসলিম হয়ে নাম রেখেছেন ইমান গোবিনাথান। বাংলাাদেশের সাথে সম্পর্কটা বরাবরই ভালো ছিল। দুই তিনবার লাল-সবুজদের কোচ হওয়ায় দেশের হকির প্রতি আলাদা একটা টান অনুভব করতেন। সেই সম্পর্কে চিড় ধরল প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের উপদেষ্টা কোচ হওয়ার পর। বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ ৩১ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। প্রথমবারের মতো দেশে কোনো বিদেশি কোচকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। বাহফের এমন সিদ্ধান্তে গোপিনাথন বিব্রত-লজ্জিত-অবাক।
গোপিনাথন জানিয়েছেন, ‘মিডিয়ায় আজীবন নিষিদ্ধের কথা শুনে আমি বিব্রত, লজ্জিত, অবাকও। কেন এমনটি করা হয়েছে বুঝতে পারছি না। বাংলাদেশের জাতীয় দলের কোচ ছিলাম। বিকেএসপিতে কোচিং করিয়েছি। এবার মোহামেডানের হয়ে কাজ করতে এসে এমন শাস্তির মুখে পড়লাম। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে শাস্তির চিঠি পাইনি।’
বাংলাদেশের হকির ভাবমূর্তি নষ্ট করা ও ডিসিপ্লিন ভঙ্গ করার কারণে মূলত গোবিনাথনকে বড় রকমের শাস্তি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে গোপিনাথন বলছেন, ‘আমি বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট করিনি। এই দেশের হকিতে যে সবসময় সম্ভাবনা আছে- সেটাই বলে আসছি। আর প্রিমিয়ার লিগে দুর্বল আম্পায়ারিংসহ অন্য মন্তব্যে মনে হয় না ভাবমূর্তি নষ্ট হয়েছে। যাই বলেছি বাংলাদেশের হকির ভালোর জন্য বলেছি।’
গোবিনাথান আরো জানান, ‘আজীবন নিষিদ্ধ করতে হলে শোকজ কিংবা যে প্রক্রিয়া লাগে তা অনুসরণ করা হয়নি। ডিসিপ্লিনারি কমিটির নামও ঘোষণা করা হয়নি। অথচ আন্তর্জাতিক হকি ফেডারেশনসহ সবজায়গায় তা আছে। যাই হোক চিঠি পাওয়ার পর কী করব তা বলতে পারব না। তবে আমি নিজেকে নির্দোষ মনে করি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা