১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিব্রত লজ্জিত অবাক গোবিনাথান

-

বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ ছিলেন। বিকেএসপিতেও কোচিং করিয়েছেন। বয়সভিত্তিক দলের কোচও ছিলেন মালয়েশিয়ান নাগরিক গোবিনাথান কৃষ্ণমূর্তি। পরে মুসলিম হয়ে নাম রেখেছেন ইমান গোবিনাথান। বাংলাাদেশের সাথে সম্পর্কটা বরাবরই ভালো ছিল। দুই তিনবার লাল-সবুজদের কোচ হওয়ায় দেশের হকির প্রতি আলাদা একটা টান অনুভব করতেন। সেই সম্পর্কে চিড় ধরল প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের উপদেষ্টা কোচ হওয়ার পর। বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ ৩১ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। প্রথমবারের মতো দেশে কোনো বিদেশি কোচকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। বাহফের এমন সিদ্ধান্তে গোপিনাথন বিব্রত-লজ্জিত-অবাক।
গোপিনাথন জানিয়েছেন, ‘মিডিয়ায় আজীবন নিষিদ্ধের কথা শুনে আমি বিব্রত, লজ্জিত, অবাকও। কেন এমনটি করা হয়েছে বুঝতে পারছি না। বাংলাদেশের জাতীয় দলের কোচ ছিলাম। বিকেএসপিতে কোচিং করিয়েছি। এবার মোহামেডানের হয়ে কাজ করতে এসে এমন শাস্তির মুখে পড়লাম। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে শাস্তির চিঠি পাইনি।’

বাংলাদেশের হকির ভাবমূর্তি নষ্ট করা ও ডিসিপ্লিন ভঙ্গ করার কারণে মূলত গোবিনাথনকে বড় রকমের শাস্তি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে গোপিনাথন বলছেন, ‘আমি বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট করিনি। এই দেশের হকিতে যে সবসময় সম্ভাবনা আছে- সেটাই বলে আসছি। আর প্রিমিয়ার লিগে দুর্বল আম্পায়ারিংসহ অন্য মন্তব্যে মনে হয় না ভাবমূর্তি নষ্ট হয়েছে। যাই বলেছি বাংলাদেশের হকির ভালোর জন্য বলেছি।’
গোবিনাথান আরো জানান, ‘আজীবন নিষিদ্ধ করতে হলে শোকজ কিংবা যে প্রক্রিয়া লাগে তা অনুসরণ করা হয়নি। ডিসিপ্লিনারি কমিটির নামও ঘোষণা করা হয়নি। অথচ আন্তর্জাতিক হকি ফেডারেশনসহ সবজায়গায় তা আছে। যাই হোক চিঠি পাওয়ার পর কী করব তা বলতে পারব না। তবে আমি নিজেকে নির্দোষ মনে করি।’

 


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় বাশার আল আসাদের বাবার কবরে অগ্নিসংযোগ মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল