১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজ ড্র দরকার নাসরিন স্পোর্টসের

-

মহিলা ফুটবল লিগে প্রথম শিরোপার দ্বার প্রান্তে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। এই মিশনে আজ তাদের ড্র দরকার ঢাকা রেঞ্জার্সের সাথে। অবশ্য দুই দলের শক্তির যে তফাৎ তাতে আজ বিকেল ৪টার ম্যাচে বড় জয়ই পাওয়ার কথা নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির। সাবিনা, কৃষ্ণা, সুমাইয়া, মারিয়াম ছোট শামসুন্নাহারদের গড়া এই দল আগের ম্যাচে ১১ গোলে হারিয়েছিল ফরাশগঞ্জকে। হ্যাটট্রিক করেছিলেন রিতু পর্না, সুমাইয়া ও সাবিনা। এ দিকে গতকাল নিজেদের শেষ ম্যাচে ফরাশগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে সিরাজ স্মৃতি। এতে ১১ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে সিরাজ স্মৃতি সংসদ। তবে আজ যদি সদ্য পুষ্কুরিণী জয় পায় এবারের লিগের সবচেয়ে দুর্বল দল কাচারিপাড়ার বিপক্ষে তাহলে সদ্য পুষ্কুরিণীই হবে চতুর্থ। তখন তারাই পাবে বাফুফের কাউন্সিলর শিপ। সাত খেলায় ১০ পয়েন্ট সদ্যপুষ্কুরিণীর। কাল ফরাশগঞ্জের হয়ে থুইনুয়ে মারমা দু’টি এবং আলপি আক্তার অপর গোল করেন। ফরাশগঞ্জের গোলদাতা সাথী মুণ্ডা। ৭ খেলায়১৯ পয়েন্ট নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির। আতাউর রহমান কলেজেরও পয়েন্ট ১৯। তবে তাদের খেলা শেষ।

 


আরো সংবাদ



premium cement