৩১ বছর পর চ্যাম্পিয়ন লেভারকুজেন
- ক্রীড়া ডেস্ক
- ২৭ মে ২০২৪, ০০:০৫
একত্রিশ বছর পর ১০ জনের দল নিয়ে জার্মান কাপে চ্যাম্পিয়ন হলো বায়ার লেভারকুজেন। ফাইনাল শুরু হতে না হতেই প্রথম হলুদ কার্ড দেখেন ওডিলন কোসোউনো। ৪৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন আইভরিকোস্টের এই ডিফেন্ডার। প্রথমার্ধেই বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে ব্যবধান গড়ে দিয়েছিল সুইডিশ মিডফিল্ডার গ্রানিত জাকা। শেষ পর্যন্ত কাইজারস্লাটার্নের বিপক্ষে এই ১-০ গোলের জয়েই ১৯৯৩ সালের পর কোচ জাভি আলনসোর দলের শিরোপা উৎসব।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই একজন কম নিয়ে খেলতে হয় লেভারকুজেনকে। তাই জাবি আলনসোর দলকে দ্বিতীয়ার্ধে আক্রমণের চেয়ে রক্ষণেই মনোযোগ দিতে হয়েছে বেশি। জার্মান বুন্দেসলিগার পর জার্মান কাপ। এক মৌসুমে দু’টি ঘরোয়া শিরোপা জিতল লেভারকুজেন। জার্মান ফুটবলে এমন কীর্তি আছে বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, ওয়েডার ব্রেমেন ও এফসি কোলনের।
শীর্ষ স্তরের ফুটবলে এটি লেভারকুজেনের চতুর্থ শিরোপা, যার দু’টিই এল চলতি মৌসুমে আলনসোর হাত ধরে। সব মিলিয়ে ২০২৩-২৪ মৌসুমে ৫৩ ম্যাচ খেলে ৫২টিতেই অপরাজিত থাকল লেভারকুজেন। একমাত্র হারটি এর আগের ম্যাচেই, আটলান্টার বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে। তবে জার্মানির প্রথম ক্লাব হিসাবে লিগ ও কাপ মিলিয়ে এক মৌসুমে ৪০টি ঘরোয়া ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল লেভারকুজেন।
জার্মান ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তরের দল কাইজারস্লাটার্ন (বুন্দেসলিগা ২) নিজেদের লিগে খুব একটা ভালো করতে পারেনি। পয়েন্ট তালিকার ১৩তম অবস্থানে থেকে লিগ মৌসুম শেষ করেছে। সেই দলই এবারের জার্মান কাপে চমক হয়ে এসেছে। এ প্রতিযোগিতায় এত দিন লেভারকুজেনের চেয়েও সফল ছিল কাইজারস্লাটার্ন। ১৯৯০ ও ১৯৯৬ সালে হয়েছিল চ্যাম্পিয়ন। কাইজারস্লার্টান গত পরশু জিতলে আগামী মৌসুমের শুরুতে জার্মান সুপার কাপে আবার লেভারকুজেনের মুখোমুখি হতো। কিন্তু ১০ জনের লেভারকুসেনের সাথে শেষ পর্যন্ত পেরে না ওঠায় নিয়ম অনুযায়ী জার্মান সুপার কাপে বুন্দেসলিগার রানারআপ স্টুটগার্টের বিপক্ষে খেলবে লেভারকুজেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা